হোম /খবর /বিনোদন /
পুজোর আগেই দুই বাংলায় একসঙ্গে মুক্তি পেল সুস্মিতা-আনিসের নতুন গান

পুজোর আগেই দুই বাংলায় একসঙ্গে মুক্তি পেল সুস্মিতা-আনিসের নতুন গান

পুজো মানেই বলা যেতে পারে এক বিশাল মিলন ক্ষেত্র।এই বছর সেরকমই এপার বাংলা আর ওপার বাংলার মিলন হল পুজোর গানে।

  • Share this:

#কলকাতা: পুজো মানেই বলা যেতে পারে এক বিশাল মিলন ক্ষেত্র।এই বছর সেরকমই এপার বাংলা আর ওপার বাংলার মিলন হল পুজোর গানে। বাংলা দেশের প্রবাদপ্রতিম শিল্পী ফিরোজা বেগমের ভাইজি সুস্মিতা আনিস নিয়ে এলেন তাঁর নতুন গান 'হয়তো বা'।গানের সুর কলকাতার বিশিষ্ট সুরকার জয় সরকারের এবং গীতিকার বিশিষ্ট কবি শ্রীজাত  বন্দোপাধ্যায়।একই সঙ্গে এই গান অনলাইনে মুক্তি পেল দুই বাংলায়।দুর্গা পুজো দুই বাংলাতেই হয়।পুজোর আগে নতুন জামাকাপড়, পূজাবার্ষিকীর বইয়ের মতো, পুজোর গান বাঙালি জীবনের এক অবিচ্ছেদ্য অঙ্গ।জয় সরকার,শ্রীজাত বন্দোপাধ্যায়,সুস্মিতা আনিস ত্রয়ীর নিবেদনে মন কেমন করা এই গান।গানটার শুটিং হয়েছে কলকাতার এক অভিজাত বনেদি বাড়িতে।সুস্মিতা আনিস বলেন,"এটা একটা ভিন্ন স্বাদের বাংলা মৌলিক গান।নিজের সাথে নিজের একলা হওয়ার গান।আশা করি সবার এই নতুন নিবেদন ভাল লাগবে।"

Published by:Akash Misra
First published:

Tags: Durga-puja-in-bangladesh-2020