#কলকাতা: পুজো মানেই বলা যেতে পারে এক বিশাল মিলন ক্ষেত্র।এই বছর সেরকমই এপার বাংলা আর ওপার বাংলার মিলন হল পুজোর গানে। বাংলা দেশের প্রবাদপ্রতিম শিল্পী ফিরোজা বেগমের ভাইজি সুস্মিতা আনিস নিয়ে এলেন তাঁর নতুন গান 'হয়তো বা'।গানের সুর কলকাতার বিশিষ্ট সুরকার জয় সরকারের এবং গীতিকার বিশিষ্ট কবি শ্রীজাত বন্দোপাধ্যায়।একই সঙ্গে এই গান অনলাইনে মুক্তি পেল দুই বাংলায়।দুর্গা পুজো দুই বাংলাতেই হয়।পুজোর আগে নতুন জামাকাপড়, পূজাবার্ষিকীর বইয়ের মতো, পুজোর গান বাঙালি জীবনের এক অবিচ্ছেদ্য অঙ্গ।জয় সরকার,শ্রীজাত বন্দোপাধ্যায়,সুস্মিতা আনিস ত্রয়ীর নিবেদনে মন কেমন করা এই গান।গানটার শুটিং হয়েছে কলকাতার এক অভিজাত বনেদি বাড়িতে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।