corona virus btn
corona virus btn
Loading

VIRAL VIDEO: নায়িকার ঘরে হঠাৎ বাঁদরের প্রবেশ, মুহূর্তেই লন্ডভন্ড-আতিপাতি

VIRAL VIDEO: নায়িকার ঘরে হঠাৎ বাঁদরের প্রবেশ, মুহূর্তেই লন্ডভন্ড-আতিপাতি
  • Share this:

#মুম্বই: বলিউড বা হলিউডের বিভিন্ন ছবিতে অনেক সময়ে সুপারস্টারদের জানোয়ারদের সঙ্গে দেখতে পাওয়া গিয়েছে ৷ অনেক সময় অভিনয় করতে দেখা যায় তো অনেক সময় এমনই এমনই সময় কাটাতেও দেখা যায় ৷

এক অভিনেত্রীর সঙ্গে এমন ঘটনাই ঘটেছে ৷ সেই ভিডিও আপলোড হতেই নিমেষে ভাইরাল হয়েছে ৷

অভিনেত্রী সৌন্দর্য শর্মার ঘরে একটি বাঁদর প্রবেশ করেছে ৷ সেই ভিডিও অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে ৷

তাঁর ঘরে হঠাৎ-ই বাঁদর প্রবেশ করে উৎপাত করেছে ৷ ঘরের ভেতরের সমস্ত জিনিসপত্র আতিপাতি করেছে ৷ সেই ঘটনারই রুদ্ধশ্বাস ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে ৷ ২০১৭ সাল থেকেই নিজের বোল্ড ছবি নিয়ে চর্চায় সৌন্দর্য ৷ রাঁচি ডায়রিজ ছবিতে অভিনয় করেছিলেন অনুপম খের, হিমাঁশ কোহলি, জিমি শেরগিল প্রভৃতি ৷

First published: June 9, 2019, 3:59 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर