#মুম্বই: বলিউডে খুব নায়িকাই আছেন, যাদের মধ্যে নায়িকা সুলভ আচরণ নেই ৷ তার মধ্যে সইফ কন্যা সারা আলি খান একেবারেই তালিকায় সবার প্রথমে থাকবেন ৷ তাঁর ডাউন টু আর্থ চরিত্র অনেককেই মুগ্ধ করেছে ৷ পাপারাৎজি হোক কিংবা ফ্যান, সবার সঙ্গেই সারা আলি খান সমান ব্যবহার, বলা ভালো মিষ্টি ব্যবহারে এগিয়ে আসেন ৷
সেরকমই এক ঘটনার উদাহরণ পাওয়া গেল সম্প্রতি ৷ মুম্বই বিমানবন্দরে মাস্ক পরা অবস্থায় দেখা গেল সারা আলি খানকে ৷ বিমানবন্দর থেকে পার্কিং জোনে আসতেই পাপারাৎজিরা একেবারে ছেঁকে ধরলেন সারাকে ৷ সারা কিন্তু সবাইকে শুভেচ্ছা জানালেন ৷ঠিক এই সময়ই এক মহিলা মোবাইল ফোনের ক্যামেরা হাতে এগিয়ে এলেন সারার দিক ৷ চিৎকার করে বলে উঠলেন, সারা তুমি খুব কিউট ৷ এক মহিলার কাছ থেকে একথা শুনে কিছুটা হলেও থমকে গিয়েছিলেন সারা ৷ তারপর থেমে গিয়ে সারা বলে উঠলেন থ্যাঙ্ক ইউ !এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় আসতেই একেবারে ভাইরাল ৷ সারার এই মিষ্টি ব্যবহার দেখে আপ্লুত নেটিজেনরা ৷তবে কিছুদিন আগেই সুশান্ত সিং রাজপুতের সঙ্গে নাম জড়িয়ে সারা বেশ বিপাকে পড়েছিলেন৷ এমনকী, সারার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল, তিনি নাকি মাদকচক্রের সঙ্গে যুক্ত ৷ শেষমেশ অবশ্য ক্লিনচিট পান সারা ৷