#মুম্বই: ফের বিনোদন জগতে শোকের ছায়া! মাত্র ৪৩ বছর বয়সে প্রয়াত মালায়লম টেলিভিশন অভিনেতা সবরী নাথ। বৃহস্পতিবার হৃদরোগে আক্রান্ত হয়ে ত্রিবান্দ্রমের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন অভিনেতা। জানা গিয়েছে, ব্যাডমিন্টন খেলার সময় আচমকাই বুকে ব্যথা শুরু হয়, হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা জানান, তাঁর কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে।
মিন্নুকেট্টু, অমলা ও স্বামী আয়ুপ্পানের মতো জনপ্রিয় সিরিয়ালে অভিনয় করেছেন সবরী নাথ। সদ্য কাজ শুরু করেছিলেন নয়া সিরিয়াল পড়াঠা পেইনকিলি-র। প্রয়াত অভিনেতার পরিবারে দুই মেয়ে ও স্ত্রী বর্তমান।
সবরী নাথের আকস্মিক মৃত্যুতে মালায়লম সিনেমা জগতে শোকের ছায়া। করোনা আবহে সোশভাল মিডিয়া অভিনেতাকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন বহু তারকা। 'নিয়ুম ঝানুম'-এর অভিনেতা শিঝু এআর ইনস্টাগ্রামে লেখেন, '' খবরটা এখনও বিশ্বাস হচ্ছে না, মেনে নিতে পারছি না!''
View this post on Instagram
'পড়াঠা পেইনকিলি' সিরিয়ালের সেটে প্রয়াত অভিনেতার একটি ছবি শেয়ার করে শেষ শ্রদ্ধা জানান অভিনেত্রী অর্চনা সুসিলান।
View this post on Instagram
'ভানামবাড়ি' সিরিয়ালের অভিনেত্রী উমা নায়ার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন একটি মর্মস্পর্শী লেখা...
'মিন্নুকেট্ট সিরিয়াল' দিয়ে কেরিয়ার শুরু করেন সবরী নাথ। প্রথম সিরিয়ালেই তাঁকে মুখ্য চরিত্রে দেখা যায়। খুব অল্প সময়েই ঘরে ঘরে জনপ্রিয় মুখ হয়ে ওঠেন সবরী। এরপর একে একে নিলাভিলাক্কু, অমলা, স্বামী আয়ুপ্পান ও শ্রীপাদম-এর মতো সুপারহিট সিরিয়ালে অভিনয় করেন সবরী নাথ। অভিনয়ের পাশাপাশি তিনি একজন প্রশীক্ষণপ্রাপ্ত ব্যাডমিন্টন খেলোয়ার ছিলেন।