corona virus btn
corona virus btn
Loading

৩৭ ট্রাক ও ৫ টি গাড়িকে দুমড়ে-মুচড়ে উড়িয়ে দিলেন বাহুবলী প্রভাস !

৩৭ ট্রাক ও ৫ টি গাড়িকে দুমড়ে-মুচড়ে উড়িয়ে দিলেন বাহুবলী প্রভাস !
Film Stills

অবাক হওয়ার তো কিছু নেই ৷ তিনি তো বাহুবলি ! এক লাফে যিনি উঠে যেতে পারেন হাতির পিঠে ৷

  • Share this:

#দুবাই: অবাক হওয়ার তো কিছু নেই ৷ তিনি তো বাহুবলি ! এক লাফে যিনি উঠে যেতে পারেন হাতির পিঠে ৷ উড়ে গিয়ে দখল করতে পারেন রাজত্ব ৷ ষাঁড়ের সঙ্গে লড়াইয়ে টুক করে জিতে যান ৷ এমন বাহুবলির কাছে ট্রাক আর গাড়ি তো হাতের মোঁয়া !

গোটা গপ্পোটাই আসলে ফিল্মি ৷ দুবাইয়ে নতুন ছবি ‘সাহো’র শ্যুটিংয়ে ব্যস্ত রয়েছেন বাহুবলি প্রভাস ৷ আর সেই শ্যুটিংয়েই ট্রাক ও গাড়িকে এক কায়দায় একেবারে দুমড়ে, মুচড়ে দিলেন প্রভাস ৷

আরও পড়ুন 
লন্ডনে শ্রাবন্তী-শাকিব প্রেম, ভিডিওতে রইল প্রমাণ

‘সাহো’র পরিচালক সুজিথ জানিয়েছেন, ‘এই ছবিতে প্রচুর অ্যাকশন নিজে হাতেই করবেন প্রভাস ৷ অনেক ক্ষেত্রেই কম্পিউটার গ্রাফিক্স ব্যবহার করা হয়নি ৷ আর এটা পুরোটাই ছিল প্রভাসের ইচ্ছেতেই ৷’

‘সাহো’ ছবির ক্ল্যাইম্যাক্স শ্যুট হচ্ছে দুবাইতেই ৷ অ্যাকশন ছবির ঘারানাতেই তৈরি হচ্ছে প্রভাসের এই নতুন ছবি ৷ পরিচালক আরও জানিয়েছেন, ‘সাহো-তে বাহুবলি প্রভাস, আরও শক্তিশালী ও অ্যাকশন প্যাকড হয়ে উঠতে চলেছেন ৷ ’

First published: May 24, 2018, 1:41 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर