corona virus btn
corona virus btn
Loading

মিউজিক লঞ্চেই খরচ ১৫ কোটি, এশিয়ার সবচেয়ে বড় ছবি নিয়ে আসছেন রজনীকান্ত

মিউজিক লঞ্চেই খরচ ১৫ কোটি, এশিয়ার সবচেয়ে বড় ছবি নিয়ে আসছেন রজনীকান্ত
2.0 poster

দেশের সবচেয়ে খরচাবহুল ছবি হিসেবে তালিকায় নাম লিখিয়ে ছিল বাহুবলি! তবে সেই সব রেকর্ডকে ভেঙে চুরমার করে এবার আসছেন দক্ষিণী ছবির থালাইভা রজনীকান্ত

  • Share this:

#চেন্নাই: দেশের সবচেয়ে খরচাবহুল ছবি হিসেবে তালিকায় নাম লিখিয়ে ছিল বাহুবলি! তবে সেই সব রেকর্ডকে ভেঙে চুরমার করে এবার আসছেন দক্ষিণী ছবির থালাইভা রজনীকান্ত ৷ ছবির নাম ‘২.০’ ৷ এই ছবিই হতে চলেছে এশিয়ার সবচেয়ে খরচাবহুল ছবি ৷ ছবির বাজেট ৪০০ কোটি টাকা ৷ তবে শুধু ছবিতেই নয়, এই ছবির মিউজিক লঞ্চেই খরচ হয়েছে ১৫ কোটি টাকা ৷ দুবাইয়ের বুর্জ খালিফাকে সাজিয়ে তোলা হয়েছে ছবির আদলে ৷ মিউজিক লঞ্চে থাকছেন এ আর রহমান ৷ থাকছেন ছবির গোটা টিম ৷

Rajni

এমনকী, ইন্টারনেটে মুক্তি পেয়েছে এই ছবির নতুন পোস্টারও ৷ যেখানে একেবারে অন্যরূপে দেখা গিয়েছে অক্ষয় কুমার, রজনীকান্ত ও অ্যামি জ্যাকশনকে ৷

দক্ষিণী ছবিতেও তো এটাই অক্ষয়ের প্রথম আত্মপ্রকাশ ৷ ঝটকা তো লাগবেই ৷ লাগলও তাই ৷ অদ্ভুত ভ্রু, চোখ বিস্ফারিত ৷ আদব-কায়দায় কেমন জানি রহস্য ! ‘ইনথিরান ২’ মানে ‘রোবট ২’তে ঠিক এই রকমই লুকে ধরা দিতে চলেছে বলিউডের অ্যাকশন কুমার ৷ সঙ্গে দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত ৷ অ্যাকশনে মোড়া এই ছবি, একেবারে সারপ্রাইজ ঠাসা ৷ আপাতত, তার ইশারা অক্ষয়ের এক ছবিতেই ৷

First published: October 27, 2017, 2:28 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर