#কলকাতা: ১২ বছরের শাহানা সোম। মায়ের তালিমে ৫ বছর বয়স থেকেই হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের প্রশিক্ষণ নিচ্ছে। আশা ভোঁসলে তাঁর আইডল, তাঁকেই জীবনের অনুপ্রেরনা মানে সাহানা।
আশা ভোঁসলের প্রতি শ্রদ্ধা জানাতে কিংবদন্তী গোলাম আলি সুরারোপিত এবং আশার গাওয়া গজল 'ইউ সাজা চাঁদ" - গানটি নিজের মতো করে উপস্থাপন করেছে শাহানা । ভিডিওটি যা প্রকাশ পেয়েছে ৭ সেপ্টেম্বর, গানটি প্রকাশের সঙ্গে শাহানা জুরে দিয়েছে একটি মহৎ কাজ।
COVID-19 মহামারীতে আক্রান্ত হাজার হাজার মানুষ,তাঁদের সাহয্য করতে এগিয়ে এসেছে শাহানা। ৭ ই সেপ্টেম্বর প্রকাশিত ভিডিওতে সুবিধাবঞ্চিত শিশুদের কল্যাণে নিযুক্ত সংস্থার লিঙ্ক যোগ করে দেয় শাহানা। যাঁরা গান শুনবেন তাঁরা সহজেই এই সংস্থাগুলির লিঙ্ক দেখতে পাবেন এবং সাহায্যের জন্য এগিয়ে আসতে পারেন। মুম্বাই-পোওয়াইয়ের রোটারি ক্লাব-এর মতো একটি সংস্থা পুরোপুরি এই উদ্দেশ্যে সমর্থন করছে।
SREEPARNA DASGUPTA