Home /News /entertainment /
১০২ বছরের বাবা, ৭৫-এর ছেলে !

১০২ বছরের বাবা, ৭৫-এর ছেলে !

২৬ বছরে এত্তটা বয়স বেড়ে গেল ! অমিতাভ বচ্চন গিয়ে পৌঁছলেন ১০২-এ, আর ঋষি কাপুর ৭৫-এ !

 • Share this:

  #মুম্বই: ২৬ বছরে এত্তটা বয়স বেড়ে গেল ! অমিতাভ বচ্চন গিয়ে পৌঁছলেন ১০২-এ, আর ঋষি কাপুর ৭৫-এ ! আরে মশাই, এ সব ফিল্মি গপ্পো ৷ খবরে আগেই ছিল ফের আসছে ঋষি কাপুর, অমিতাভ বচ্চন জুটি ৷ ২৬ বছর পর পর্দায় দেখা যাবে এই দু’জনকে ৷ তবে এবার একেবারে নতুন ভূমিকায় ৷ ঋষি কাপুরের বাবা হচ্ছেন অমিতাভ ! তাও ১০২-এ পা রাখা বুড়ো!

  taran

  অমর ওরফে বিনোদ খান্না প্রয়াত ৷ আকবর ওরফে ঋষি কাপুরকে মাঝে মধ্যে সিনেমার পর্দায় দেখা যায় ৷ অন্যদিকে অ্যান্টনি ওরফে অমিতাভ বচ্চন এখনও কাঁপিয়ে অভিনয় করে যাচ্ছেন বলিউডের পর্দায় ৷ এই তিনজনকে বলিউডের পর্দায় ফিরিয়ে নিয়ে আসা আর সম্ভব নয় ৷ তবে এবার বহুদিন পর জুটি বাঁধতেন পারে আকবর ও অ্যান্টনি ! এরকমটাই ইঙ্গিত দিলেন ঋষি কাপুর নিজেই ৷

  সম্প্রতি ঋষি কাপুর ট্যুইটারে পোস্ট করে লিখলেন, ‘তাঁর সঙ্গে কাজ করাটা বরাবরই খুব সম্মানের ব্যাপার ৷ চিত্রনাট্য পড়া শুরু হয়েছে ৷ আরও কথা এগোলে সব জানাব !’

  ‘অমর আকবর অ্যান্টনি’ ছাড়াও, ‘নসিব’, ‘কভি কভি’ ছবিতে অমিতাভ ও ঋষি কাপুরকে একসঙ্গে দেখা গিয়েছিল ৷

  First published:

  Tags: Amitabh Bachchan, Bollywood, Rishi Kapoor

  পরবর্তী খবর