#কলকাতা: রানাঘাট স্টেশনে তলা মঙ্গেশকরের গান গেয়ে রাতারাতি 'ভাইরাল' হয়েছিলেন ভবঘুরে রাণু মণ্ডল। এখন তিনি রীতিমতো তারকা! লাইমলাইটের কেন্দ্রে। এবার স্টেশন নয়, লোকাল ট্রেনে গান গেয়ে ভাইরাল বছর ১০-এর ছেলে। তার গাওয়া ''ভিগি ভিগি সড়কো মে' তোলপাড় করছে নেট দুনিয়া। অনামী যুবকের প্রতিভার প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা।
শুনে নিন সেই গান--
গরীব বাড়ির ছেলে, গান শেখা হয়নি কোথাও, যোটেনা পেটভরা খাওয়ারও। প্রতিদিন লোকাল ট্রেনে গান গেয়ে দুটো টাকা রোজগাড় করে। ধীরে ধীরে যাত্রীদেরও আদরের হয়ে ওঠে ছেলেটি। ট্রেনে উঠেই নিত্যযাত্রীরা অপেক্ষা করে থাকে, কখন আসবে ...! গানের সঙ্গে যুৎসুই বাজনা কেনার ক্ষমতা কোথায় ? সমস্যার সমাধানে তিনটে লম্বা পাথর দিয়ে এক আজব বাজনা বানিয়েছে। গানের তালে তালে বাজতে থাকে 'টিকটক' আওয়াজ। ট্রেনেরই এক নিত্যাযাত্রী ছেলেটির ভিডিও শ্যুট করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন। তারপর থেকেই লাফিয়ে লাফিয়ে বাড়ছে ভিউ।