#মুম্বই: দুর্ঘটনা যে কোনও দিন হতে পারে এমন আশঙ্কা বহুদিন ধরেই ছিল ৷ রেলমন্ত্রী ও রেলমন্ত্রকের টুইট্যারে বার বার জানিয়েও কোনও ফল হয়নি ৷ রাজ্যসভায় খোদ সাংসদ সচিন তেন্ডুলকর এবং শিবসেনা সাংসদ অরবিন্দ সাওয়ন্ত এই বিষয়টি উত্থাপন করেন ৷ কিন্তু তাতেও কোন লাভ হয়নি ৷ গত ২৯ সেপ্টেম্বর এলফিনস্টোন রোড স্টেশনে পদ পিষ্ট হয়ে মৃত্যু হয় ২৩ জনের ৷
এলফিনস্টোন স্টেশনের দুর্ঘটনায় ২৩ জনের মৃত্যুর ঘটনায় রেল আধিকারিকদের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুন ও গাফিলতির অভিযোগ এনে জনস্বার্থ মামলা দায়ের করা হল বম্বে হাইকোর্টে। রেলের ডকুমেন্ট থেকে যে তথ্য পাওয়া গিয়েছে, তাতে অভিযোগের আঙুল উঠেছে রেল আধিকারিকদের বিরুদ্ধে ৷ এলফিনস্টোন রোড স্টেশনের মেরামতির জন্য অনুমোদন হয়েছিল ১২ কোটি টাকা কিন্তু রেলের পিঙ্ক বুক অনুযায়ী বরাদ্দ করা হয়েছে মাত্র ১০০০ টাকা ৷
The Western Railways pink book accessed by CNN-News18.
যাত্রীদের অভিযোগ রেলের উদাসীনতাতেই পদপিষ্ট হয়ে ২৩ জনের মৃত্যু হয় ৷ ২৯ সেপ্টেম্বর শুক্রবার সকাল ১০:৪৫ নাগাদ গুজব রটে ব্রিজ ভেঙে পড়েছে ৷ এর ফলে আতঙ্কিত হয়ে হুড়োহুড়ি পড়ে যায় যাত্রীদের মধ্যে ৷ পদপিষ্ট হয়ে মৃত্যু হয় ২২ জনের। গুরুতর আহত হন প্রায় ৩৯ জন। স্টেশনের ওভার ব্রিজ থেকে পা পিছলে পড়ে যান বহু মানুষ ৷
কয়েকজন যাত্রী জানিয়েছেন, হঠাৎ ব্রিজ ভেঙে পড়ছে বলে খবর রটে যায়। ফলে মরিয়া হয়ে ব্রিজ থেকে নামতে শুরু করে জনতা। যার জেরে দুর্ঘটনাটি ঘটে। তবে দু’টি প্লাটফর্মে একই সঙ্গে ট্রেন চলে আসায় যাত্রীদের চাপে দুর্ঘটনাটি ঘটে বলেও জানিয়েছেন কয়েকজন যাত্রী।