হোম /খবর /নির্বাচন /
ভোট মিটতেই অশান্ত ত্রিপুরায় হামলা, বোমাবাজি, আগরতলায় অবরোধ, বিক্ষোভ

Tripura Assembly Election 2023: ভোট মিটতেই অশান্ত ত্রিপুরায় হামলা, বোমাবাজি, আগরতলায় অবরোধ, বিক্ষোভ

অশান্ত ত্রিপুরা

অশান্ত ত্রিপুরা

Tripura Assembly Election 2023: কংগ্রেস নেতা সুদীপ রায় বর্মণকে গ্রেফতারের দাবিতে শুক্রবার এনসিসি থানা ঘেরাও করেন বিজেপি নেত্রী পাপিয়া দত্ত

  • Share this:

#আগরতলা: ২০২৩ ত্রিপুরা বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ শেষ হওয়ার ২৪ ঘন্টার মধ্যে রাজ্যে শুরু হয়েছে রাজনৈতিক সংঘর্ষ। এর মধ্যে আগরতলা বিধানসভা এলাকায় সবচেয়ে বেশি অশান্তির ঘটনা ঘিরে রাজনৈতিক মহলে তীব্র আলোড়ন পড়েছে। কংগ্রেস ও বিজেপি একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলছে।

কংগ্রেস নেতা সুদীপ রায় বর্মণকে গ্রেফতারের দাবিতে শুক্রবার এনসিসি থানা ঘেরাও করেন বিজেপি নেত্রী পাপিয়া দত্ত-সহ স্থানীয় এলাকার শাসক দলীয় কর্মকর্তারা। যদিও গভীর রাতে, পথ অবরোধে বসা বিজেপি প্রার্থী পাপিয়া দত্ত পথ অবরোধ তুলে নেন। বিজেপি রাজ্য সভাপতির আহ্বানে অবরোধ তুলে নেন পাপিয়া দত্ত। অন্য দিকে আহতদের দেখতে হাসপাতালে ছুটে যান মুখ্যমন্ত্রী মানিক সাহা।

তিনি জানিয়েছেন, ‘শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হওয়ার পর, ৪৮ ঘন্টা কাটতে না কাটতেই রাতে অশুভ জোট আশ্রিত দুষ্কৃতীদের দ্বারা বিবেকানন্দ আবাসনে প্রাণঘাতী হামলার শিকার হন ভারতীয় জনতা পার্টির বেশ কয়েকজন কার্যকর্তা।আমি জিবি হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন বিজেপি কার্যকর্তাদের শারীরিক অবস্থার খোঁজখবর নিই। ত্রিপুরার ইতিহাসে এত সুন্দর অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন আর কোনওদিন হয়নি৷ কিন্তু, খুনী এবং সন্ত্রাসীদের দল তা মানতে চায় না। সন্ত্রাস, হামলার সংস্কৃতিতেই এরা থাকতে চায়। আমার দৃঢ় বিশ্বাস, আক্রমণকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করবে প্রশাসন।’

আরও পড়ুন: পড়াশোনা করে চাকরি মিলবে কি না ঠিক নেই, পড়ুয়াদের চপ ভাজার 'শিক্ষা' প্রধান শিক্ষকের

আরও পড়ুন: ডিএ নিয়ে বাড়ছে ক্ষোভ! মমতা বললেন, 'আমি গুপি গাইন, বাঘা বাইন নই'

অভিযোগ উড়িয়ে দিয়ে, কংগ্রেস নেতা তথা আগরতলা বিধানসভা কেন্দ্রের প্রার্থী সুদীপ রায় বর্মণ জানিয়েছেন, ‘কংগ্রেস সমর্থক হওয়ার অপরাধে স্বামী বিবেকানন্দ আবাসনে বসবাসকারী কিছু কংগ্রেস কর্মী সমর্থকদের মারধর করে বিজেপি গুন্ডাবাহিনী, রহস্যজনক ভূমিকায় পুলিশ! এর প্রতিবাদ জানাই আমি৷ এনসিসি থানার পুলিশ আধিকারিকের সঙ্গে দেখা করে দুষ্কৃতীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করার দাবি জানাই।

ভোটের পর থেকে এখনও উত্তেজনা বিরাজ করছে উত্তর চড়িলাম নেতাজি নগর এলাকায়। বৃহস্পতিবার গভীর রাতে ওই এলাকায় বোমা নিক্ষেপ করার পর থেকে পরিস্থিতি থমথমে। ভোট পরবর্তী সন্ত্রাসের ঘটনায় বৃহস্পতিবার রাত থেকে রীতিমতো তটস্থ বিশালগড়ের নেহাল চন্দ্র নগর এলাকার লোকজন। এ দিকে উদয়পুরে ভোট গ্রহণ পর্ব শেষ হতেই শাসক দলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তোলে বামফ্রন্ট ও কংগ্রেস।

সব সর্বশেষ পড়ুন ত্রিপুরা বিধানসভা নির্বাচন 2023  এখানে খবর

Published by:Uddalak B
First published:

Tags: Tripura