আগরতলা: সকাল ৭টা থেকেই ত্রিপুরায় ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে৷ রাজ্যের ৬০টি বিধানসভা কেন্দ্রে চলছে ভোটগ্রহণ৷ ভোট গ্রহণ প্রক্রিয়া চলবে বিকেল ৪টে পর্যন্ত৷ সকাল ১১টা পর্যন্ত ভোট পড়েছে ৩১.২৩ শতাংশ৷
#TripuraAssemblyElections2023 | 31.23% voter turnout recorded till 11 am pic.twitter.com/6C14kYRIRE
— ANI (@ANI) February 16, 2023
পশ্চিম ত্রিপুরায় সকাল ৯টা পর্যন্ত ১৪.৫৬ শতাংশ ভোট পড়েছে। উত্তর ত্রিপুরায় এবং দক্ষিণ ত্রিপুরায় ভোট পড়েছে যথাক্রমে ১২.৭৯ শতাংশ এবং ১৪.৩৪ শতাংশ।
আরও পড়ুন: নির্বাচন কমিশনের বিরাট পদক্ষেপ, বাড়িতে বসেই ভোট দিতে পারবেন প্রবীণ নাগরিকেরা
গোটা রাজ্যে মোট ৩ হাজার ৩৩৭টি ভোট গ্রহণ কেন্দ্র রয়েছে৷ যার মধ্যে ১১০০ কেন্দ্রকে স্পর্শকাতর এবং ২৮টিকে অতি স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করেছে নির্বাচন কমিশন৷ অশান্তি এড়াতে রাজ্যের সর্বত্রই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে কড়া নিরাপত্তা ব্যবস্থার আয়োজন করা হয়েছে৷ নিরাপত্তার জন্য কেন্দ্রীয় বাহিনীর ৩১ হাজার জওয়ান এবং রাজ্য পুলিশের ২৫ হাজার কর্মীকে মোতায়েন করা হয়েছে৷
দ্বিতীয় বারের জন্য ত্রিপুরায় ক্ষমতায় ফিরবে বিজেপি? নাকি বাম-কংগ্রেস জোটের উপরে আস্থা রাখবেন উত্তর-পূর্বের এই রাজ্যের মানুষ? নাকি সবাইকে চমকে দিয়ে ত্রিপুরায় সরকার গঠনে নির্ণায়ক শক্তি হয়ে উঠবে প্রদ্যোৎ মাণিক্যর তিপরামোথা? আজ এই সিদ্ধান্তই নেবেন ত্রিপুরার ২৮ লক্ষ ভোটার৷ যদিও এই সব প্রশ্নের জবাব মিলবে আগামী ২ মার্চ৷ ওই দিন ত্রিপুরার সঙ্গেই মেঘালয় এবং নাগাল্যান্ড নির্বাচনেরও ফল ঘোষণা৷ যদিও উত্তর পূর্বের এই দুই রাজ্যে ভোট গ্রহণ হবে ২৭ ফেব্রুয়ারি৷ এদিন ট্যুইট করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও৷ লেখেন, ত্রিপুরার সকল ভাই ও বোনেদের কাছে অনুরোধ যে, শান্তি ও অগ্রগতির ধারা ইতিমধ্যেই বয়ে চলেছে তাকে অব্যাহত রাখতে এবং একটি প্রগতিশীল সরকার গড়তে নিজের ভোটাধিকার প্রয়োগ করুন। বেরিয়ে আসুন এবং সমৃদ্ধ ত্রিপুরা গড়তে ভোট দিন।
সব সর্বশেষ পড়ুন ত্রিপুরা বিধানসভা নির্বাচন 2023 এখানে খবরনিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।