হোম /খবর /নির্বাচন /
‘ওঁরা ভয় পেয়েছে’, বিজেপিকে আক্রমণ করে আত্মবিশ্বাসী সুদীপ বলছেন, ফলই কথা বলবে

Tripura Assembly Election 2023: ‘ওঁরা ভয় পেয়েছে’, বিজেপিকে আক্রমণ করে আত্মবিশ্বাসী সুদীপ বলছেন, ফলই কথা বলবে

প্রচারে সুদীপ রায় বর্মণ

প্রচারে সুদীপ রায় বর্মণ

Tripura assembly election 2023: বিধানসভা ভোটের সব প্রস্তুতি সারা৷ এখন টগবগ করে ফুটছে ত্রিপুরা৷

  • Share this:

আগরতলা: বিধানসভা ভোটের সব প্রস্তুতি সারা৷ এখন টগবগ করে ফুটছে ত্রিপুরা৷ আর সেই ত্রিপুরার প্রাণকেন্দ্র আগরতলায় শেষ প্রচারে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে তীব্র আক্রমণ করলেন সেই কেন্দ্রের কংগ্রেস প্রার্থী সুদীপ রায় বর্মণ৷ শেষবেলার প্রচারে তিনি বললেন, ‘‘অমিত শাহের কথাকে সিরিয়াসলি নেবেন না।’’

সুদীপ এদিনের প্রচারে টেনে আনেন পশ্চিমবঙ্গের প্রসঙ্গও৷ তিনি বলেন, ‘‘পশ্চিমবঙ্গে ডেলি প্যাসেঞ্জারি করে কী হাল হয়েছিল, আপনারা জানেন তো৷ ত্রিপুরার মতো একটা ছোট রাজ্যে ডেলি প্যাসেঞ্জারি করছে। আসলে ওরা ভয় পেয়েছে। গতকাল নরেন্দ্র মোদির সভার অবস্থা দেখেছেন। দলের লোকেরাই ছিল না। তাই আজকে অমিত শাহ এই সব কথা বলে কর্মীদের আত্মবিশ্বাস বাড়ানোর চেষ্টা করছেন।’

আরও পড়ুন-বছরের প্রথম সূর্যগ্রহণেই ধনাগম, এই তিন রাশির জাতক-জাতিকারা দেখতে চলেছেন টাকার মুখ!

আরও পড়ুন- সুকান্ত-রাজ্যপাল বৈঠকের পরই কড়া রাজভবন! মানতে নারাজ বঙ্গ বিজেপি

কী হবে এ বারে নির্বাচনের ফল৷ আত্মবিশ্বাসী সুদীপ বললেন, ‘‘আমি ২০০৩ সালের পর থেকে আর ডোর টু ডোর ক্যাম্পেইন করি না। আমি এই সুযোগে গোটা রাজ্যে চষে বেড়িয়েছি। দেখুন না জোটের ফল কী হয়।’’

এ দিকে সিপিএমের তরফ থেকেও অমিত শাহকে কটাক্ষ করা হয়েছে৷ প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেছেন, ‘‘আত্মবিশ্বাস তলানীতে গেছে৷ প্রধানমন্ত্রীর কথাতেই স্পষ্ট৷ একই বক্তৃতা করে গেলেন৷ ওঁর উচিত ছিল, কতটা পারফর্ম করলেন সেটা বলা। বুঝতে পেরেছেন, কিছুই করেননি। ঝাঁপিয়ে পড়েছেন জোট নিয়ে৷ উপজাতিদের ভোট খালি হয়ে গিয়েছে। শরীরী ভাষা দেখেছেন? আমাদের সভায় আসতে দিত না। এখন মানুষ ঝাঁপিয়ে পড়ছে। অমিত শাহকে বলতেই হত এই কথাগুলো। সাফল্যের কথা না বলে ব্যর্থতার কথা বলুন৷ যে কথা বলে বগল বাজাচ্ছেন, সেটা আসলে ব্যর্থতার কথা।’

সব সর্বশেষ পড়ুন ত্রিপুরা বিধানসভা নির্বাচন 2023 এখানে খবর
Published by:Uddalak B
First published:

Tags: Tripura Assembly Election 2023