#কলকাতা: টালিগঞ্জের প্রডিউসারদের সংগঠনে কী ভাঙন? আচমকাই পঁচিশে জুলাইয়ের প্রতীকী ধর্মঘট প্রত্যাহার করে নিল ইমপা। ঘটনার সূত্রপাত কয়েক সপ্তাহ আগে। এসকে ফিল্মসের চালবাজের শুটিং চলছিল লন্ডনে। নিয়ম ভাঙার অভিযোগে চালবাজের শুটিংই বন্ধ করে দেয় ফেডারেশন। ফলে মাঝপথে ফিরে আসতে হয়। এসকে ফিল্মসের উপর নিষেধাজ্ঞাও জারি করে ফেডারেশন। এরই প্রতিবাদ ও বিদেশে শুটিং সংক্রান্ত নিয়ম বদলানোর দাবিতে পঁচিশে জুলাই প্রতীকী ধর্মঘটের ডাক দিয়েছিল ইমপা।
কিন্তু শনিবার ইমপার প্রেসিডেন্ট শ্রীকান্ত মোহতা এক্সজিকিউটিভ কমিটির জরুরি বৈঠক ডাকেন। এপরই ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত। মন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে আলোচনার পর আশ্বাস পেয়েই এই সিদ্ধান্ত বলে খবর। যদিও, ইমপার এই সিদ্ধান্তে বিস্ময় প্রকাশ করেছে এসকে ফিল্মস। নাম না করে ভেঙ্কটেশ ফিল্মসের দিকেই অভিযোগ করেছেন হিমাংশু ধানুকাও। ফলে টলিউডে জটিলতা ক্রমশই বাড়ছে।