হোম /খবর /শিক্ষা /
দোরগোড়ায় কড়া নাড়ছে মাধ্যমিক, ইতিহাস পরীক্ষার নম্বর বিভাজন বললেন শিক্ষক

West Midnapore News: দোরগোড়ায় কড়া নাড়ছে মাধ্যমিক, ইতিহাস পরীক্ষার নম্বর বিভাজন বললেন শিক্ষক

X
শিক্ষক [object Object]

মাধ্যমিক পরীক্ষায় ভয় থাকে ইতিহাসে। সেই ইতিহাস পরীক্ষায় নম্বর বিভাজন কী হবে তা বললেন শিক্ষক দেবরঞ্জন ঘোরাই।

  • Local18
  • Last Updated :
  • Share this:

পশ্চিম মেদিনীপুর: দিন কয়েক পরেই মাধ্যমিক পরীক্ষা। মূলত ছাত্র-ছাত্রীদের ভয় থাকে ইতিহাস পরীক্ষায়। কোন অধ্যায় থেকে কী কী প্রশ্ন আসবে? প্রশ্নের মান বা কত হবে? সব অধ্যায় থেকে প্রশ্ন আসবে তো? এ নিয়ে দ্বন্দ্ব থাকে ছাত্রছাত্রীদের মধ্যে। পরীক্ষার আগে ছাত্র-ছাত্রীদের নাম্বার বিভাজন নিয়ে বিস্তারিত বললেন পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ি ব্লকের জয়কৃষ্ণপুর নেহেরু বিদ্যাভবনের ইতিহাস বিভাগেরশিক্ষক দেব রঞ্জন ঘোড়াই।

প্রথমত মাধ্যমিক পরীক্ষায় নম্বর বিভাজনের দিকে লক্ষ্য রাখতে হবে।মাধ্যমিক পরীক্ষার্থীদের মোট ইতিহাস বিষয় আটটি অধ্যায় মিলে মাল্টিপল চয়েস কোশ্চেন, বিভাগ (ক) তে থাকবে ২০টা। উত্তর দিতে হবে ২০টি।পরবর্তীতে বিভাগ (খ) তে শর্ট আনসার টাইপ কোশ্চেন প্রশ্ন সংখ্যা থাকবে ২০ টি করতে হবে ১৬ টি। প্রশ্নমান থাকবে ১। বিভাগ (গ) তে প্রশ্নমান ২। আটটি অধ্যায় মিলে প্রশ্ন থাকবে ১৬ টি করতে হবে ১১ টি। মোট নাম্বার ২২।পরের বিভাগ (ঘ)। প্রশ্নের মান ৪। যেখানে প্রথম/ দ্বিতীয়, তৃতীয় /চতুর্থ, পঞ্চম/ ষষ্ঠ, সপ্তম/ অষ্টম অধ্যায়ের থেকে প্রশ্ন থাকবে মোট ৮টি করতে হবে ৬টি।

আরও পড়ুন- আসামির সঙ্গে পুলিশের দৌড়, আসামি প্রথম আর পুলিশ দ্বিতীয়! আদালতে এ কী কাণ্ড

 ইতিহাসে এবার থাকবে বড় প্রশ্ন। বিভাগ (ঙ)। এখানে দ্বিতীয় অথবা তৃতীয়, চতুর্থ অথবা পঞ্চম, ষষ্ঠ অথবা সপ্তম অধ্যায় থেকে একটি করে প্রশ্ন আসবে। মোট প্রশ্ন সংখ্যা ৩। করতে হবে ১ টি। ইতিহাস পরীক্ষা দিতে গেলে ছাত্র-ছাত্রীদের ভীতি এড়িয়ে প্রশ্ন পত্র দেখে পরীক্ষা দিতে হবে। প্রশ্নপত্র হাতে পাওয়ার পর ছাত্র-ছাত্রীদের প্রথমে প্রশ্ন করে নিতে হবে। দ্বিতীয়ত, ম্যাপ পয়েন্টিং করবার সময় নিখুঁতভাবে জায়গা নির্দেশ করতে হবে। প্রশ্ন উত্তর লেখার সময় অবশ্যই মান অনুযায়ী শব্দ সংখ্যা দেখে লিখতে হবে।

রঞ্জন চন্দ

First published:

Tags: Madhyamik 2023