হোম /খবর /শিক্ষা /
ভুয়ো চাকরি বাতিলের জের, নেই গ্রুপ ডি কর্মী! কীভাবে হবে মাধ্যমিক, আজ বৈঠকে পর্ষদ

Madhyamik 2023: ভুয়ো চাকরি বাতিলের জের, নেই গ্রুপ ডি কর্মী! কীভাবে হবে মাধ্যমিক, আজ বৈঠকে পর্ষদ

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

অন্যান্য স্কুল থেকেও গ্রুপ ডি কর্মী এনে পরিস্থিতি সামাল দেওয়ার কথা ভেবেছে মধ্যশিক্ষা পর্ষদ।

  • Share this:

কলকাতা: আর মাত্র কয়েকদিন বাকি মাধ্যমিক পরীক্ষা শুরু হতে। আর তার আগেই চাঞ্চল্যকর তথ্য এল মধ্যশিক্ষা পর্ষদ ও রাজ্য স্কুল শিক্ষা দফতরের কাছে। দুর্নীতির জেরে হাইকোর্টের নির্দেশে সদ্য ১৯১১ জন গ্রুপ ডি-র চাকরি গিয়েছে। এই পরিস্থিতিতে তার প্রভাব এসে পড়ছে মাধ্যমিক পরীক্ষাতেও। অন্তত স্কুল শিক্ষা দফতর সূত্রে তেমনটাই খবর। প্রায় ১৫ শতাংশেরও বেশি পরীক্ষা কেন্দ্রে এর প্রভাব পড়তে চলেছে।

রাজ্য জুড়ে ২৮৫৭টি পরীক্ষা কেন্দ্রে মাধ্যমিক পরীক্ষা নেওয়া হচ্ছে। এর মধ্যে ৪০০ টিরও বেশি পরীক্ষা কেন্দ্রে গ্রুপ ডি কর্মীর অপ্রতুলতা নিয়ে সমস্যা হতে চলেছে। অন্তত তেমনটাই স্কুল শিক্ষা দফতরের কাছে রিপোর্ট এসে পৌঁছেছে। গ্রুপ ডি কর্মীদের চাকরি যাওয়ার প্রভাব কতটা মাধ্যমিক পরীক্ষায় পড়তে পারে, তার রিপোর্ট চাওয়া হয়েছিল বিভিন্ন জেলাগুলি থেকে।

আরও পড়ুন: কী কারণে কমল মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা? স্কুলগুলিকে চিহ্নিত করে রিপোর্ট দিতে বলল রাজ্য

সেই রিপোর্ট আসার পরেই কার্যত চিন্তিত পর্ষদ। পর্ষদ সূত্রে খবর, রাজ্যজুড়ে ২৮৫৭টি পরীক্ষা কেন্দ্রে এবার মাধ্যমিক পরীক্ষা হবে। তার মধ্যে ৩৫৫টি পরীক্ষা কেন্দ্রে একজন করে গ্রুপ ডি কর্মীর চাকরি গিয়েছে। ৫৫টি পরীক্ষা কেন্দ্রের মধ্যে কোনও কোনও পরীক্ষা কেন্দ্রে দু' জন আবার কোনও কোনও পরীক্ষা কেন্দ্রে তিনজন করে গ্রুপ ডি কর্মীর চাকরি গিয়েছে। এই পরীক্ষা কেন্দ্র গুলিতে মাধ্যমিক পরীক্ষার সময় কিভাবে পরিস্থিতি সামাল দেওয়া হবে তা নিয়ে আজই জরুরি বৈঠকে বসছে মধ্যশিক্ষা পর্ষদ।সূত্রের খবর এই বিষয় নিয়ে এদিনই কোন গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করা হতে পারে।

আরও পড়ুন: চাকরি ছেড়ে একাই পরীক্ষার প্রস্তুতি, প্রথম বার টেট দিয়েই রাজ্যে প্রথম বর্ধমানের ইনা

সেক্ষেত্রে অন্যান্য স্কুল থেকেও গ্রুপ ডি কর্মী এনে পরিস্থিতি সামাল দেওয়ার কথা ভেবেছে মধ্যশিক্ষা পর্ষদ। তবে গোটা বিষয়টি নিয়ে আজ বৈঠক হওয়ার পরই চূড়ান্ত সিদ্ধান্ত হবে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে গ্রুপ ডি-র পাশাপাশি উত্তরবঙ্গের একটি জেলায় নজরদারির জন্য শিক্ষক-শিক্ষিকাদের সমস্যা ও তৈরি হয়েছে। ইতিমধ্যে উত্তর দিনাজপুর জেলার জেলা স্কুল পরিদর্সকক সেই সংক্রান্ত একটি চিঠিও পাঠিয়েছেন। চিঠিতে প্রাথমিক শিক্ষকদের নজরদারির দায়িত্ব দেওয়ার জন্য আবেদন জানিয়েছিলেন। ইতিমধ্যেই সেই আবেদন মঞ্জুর করেছে মধ্যশিক্ষা পর্ষদ। তবে এই সিদ্ধান্তকে ব্যতিক্রমী হিসাবে বলেই জানাচ্ছেন পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন।

তবে গ্রুপ ডির সমস্যা নিয়ে যে যথেষ্ট চিন্তা বাড়ছে পর্ষদের আধিকারিকদের, তাতে কোনও সন্দেহ নেই। অন্যদিকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রেও গ্রুপ ডি সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে। তার জন্য আগেভাগেই গোটা বিষয়টি নিয়ে আলাপ-আলোচনা শুরু করেছেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের আধিকারিকরা।

Published by:Debamoy Ghosh
First published:

Tags: Madhyamik 2023