কলকাতা: প্রকাশিত হল মাধ্যমিক ২০২৩ -এর রেজাল্ট৷ এদিন বেলা ১০টা নাগাদ নিবেদিতা ভবন থেকে মাধ্যমিকের ফলপ্রকাশ করেন পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় ৷ চলতি বছরে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৬,৮২, ৩২১ ৷ মোট পাশের হার ৮৬.১৫ ৷ ২০ জন এর পরীক্ষা বাতিল হয়েছে বলে জানিয়েছে পর্ষদ। পাশের হারের নিরিখে সবচেয়ে এগিয়ে পূর্ব মেদিনীপুর৷ এই জেলায় পাশের হার ৯৬.৮১ শতাংশ৷ তারপরেই দ্বিতীয় স্থানে কালিম্পং এবং তৃতীয় কলকাতা৷
২০২৩ এর মাধ্যমিক পরীক্ষায় প্রথম হয়েছে একজনই৷ কাটোয়ার দুর্গাদাসী চৌধুরানি গার্লস হাইস্কুলের ছাত্রী দেবদত্তা মাজি৷ ৯৯.৫৭ শতাংশ নম্বর পেয়েছে সে৷ তার মোট প্রাপ্ত নম্বর ৬৯৭৷ দ্বিতীয় স্থানে রয়েছে ৪ জন পরীক্ষার্থী, তৃতীয় স্থানে ৬ জন৷
দ্বিতীয়, শুভম পাল,দ্বিতীয় বর্ধমান মিউনিসিপ্যাল, মোট নম্বর ৬৯১, ৯৮.৭১ শতাংশ৷ দ্বিতীয়, মালদা এর রিফাত হাসান সরকার। রামকৃষ্ণ বিবেকানন্দ বিদ্যামন্দির৷ অর্ক মণ্ডল টাকি রামকৃষ্ণ মিশন হাইস্কুল, ৬৯০, উত্তর ২৪ পরগনা৷
এছাড়া, ১৬টি জেলা থেকে ১১৮ জন প্রথম দশ তম মেধা তালিকায় রয়েছে৷ মালদা থেকে ২১ জন,পূর্ব বর্ধমান ১৭ জন,বাঁকুড়া ১৪ জন,দক্ষিণ ২৪ পরগনা ১৩,পূর্ব মেদিনীপুরের ১১ জন,উত্তর ২৪ ও পশ্চিম মেদিনীপুর থেকে ৯ জন র্যাঙ্ক করেছে৷ কলকাতা থেকে এবার কেউ-ই প্রথম ১০ এর তালিকায় নেই৷
আরও পড়ুন: কবে শুরু ২০২৪ এর মাধ্যমিক? কোন দিন কোন পরীক্ষা, রুটিন জানিয়ে দিল পর্ষদ
পর্ষদ সূত্রের খবর, এবছর অঙ্ক, ইংরেজির মতো বিষয়গুলিতে উল্লেখযোগ্য ভাবে কমে গিয়েছে AA গ্রেড প্রাপক ছাত্রছাত্রীর সংখ্যা। মূলত, ৯১ থেকে ১০০ নম্বর পর্যন্ত যাঁরা পান, তাঁদের AA গ্রেড দেওয়া হয়ে থাকে। সূত্রের খবর, গতবারের তুলনায় উল্লেখযোগ্য ভাবে, অঙ্কে কমে গিয়েছে AA গ্রেড প্রাপকের সংখ্যা। গতবার মোট পরীক্ষার্থীর তুলনায় ২%-এরও বেশি পরীক্ষার্থী AA গ্রেড পেয়েছিল। কিন্তু এবার সেই সংখ্যাটা অনেকটাই কম।
গতবারে তুলনায় ইংরেজিতেও কমেছে AA গ্রেড প্রাপকের সংখ্যা। যদিও ভৌতবিজ্ঞান ও ভূগোলের মতো বিষয়গুলিতে গতবারের তুলনায় AA প্রাপকের সংখ্যা বেড়েছে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Madhyamik