হিসার : প্রচলিত প্রবাদকেই নতুন করে লিখলেন আইএএস অফিসার বিজয় বর্ধন। তাঁর কথায় ব্যর্থতা সাফল্যের বিপরীত নয়, বরং সাফল্যেরই অঙ্গ হল ব্যর্থতা। তিনি নিজে হাল ছাড়েননি। একের পর এক প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য পাননি। কিন্তু দাঁতে দাঁত চিপে লড়াই চালিয়ে গিয়েছেন। ৩৫ বার বিভিন্ন পরীক্ষায় ব্যর্থ হওয়ার পর অবশেষে ২০২১ সালে সফল হলেন ইউপিএসসি পরীক্ষায়। এখন তিনি ব্যস্ত আইএএস অফিসার।
পর পর প্রত্যাখ্যানেও নিরাশ হননি তিনি। বরং প্রত্যেক বার ভুল থেকে শিক্ষা নিয়েছেন। যত বার ব্যর্থ হয়েছেন, তত বার নতুন করে উদ্দীপ্ত হয়েছেন পরবর্তী লড়াইয়ের জন্য। ইউপিএসসি পরীক্ষায় সাফল্যের পর তিনি প্রথমে আইপিএস অফিসার হিসেবে কর্মরত ছিলেন। হরিয়ানার সিরসার বাসিন্দা বিজয়ের পড়াশোনা তাঁর ছোটবেলার শহরেই।
স্কুলজীবনের পর তিনি বিটেক করেন হিসারের ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং-এ বিটেক করেন। এর পর ইউপিএসসি পরীক্ষার প্রস্তুতি নিতে চলে যান দিল্লিতে। প্রস্তুতি পর্বেই ৩০ টি প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসেন তিনি। সফল হননি একটাতেও। কিন্তু তিনি হাল ছাড়েননি। এমনকি, ইউপিএসসি পরীক্ষায় প্রথমে বসেন ২০১৪ সালে। তার পর আরও চার বার একই পরীক্ষার পরীক্ষার্থী ছিলেন তিনি। কিন্তু সফল হননি এক বারও।
অবশেষে তাঁর পরিশ্রম ও নিষ্ঠা সফল হয় ২০১৮ সালে। ইউপিএসসি পরীক্ষার মেধাতালিকার তাঁর অবস্থান হয় ১০৪। এর পরই তিনি আইপিএস অফিসার হিসেবে কাজ শুরু করেন। কিন্তু আইপিএস-এর চাকরি তাঁর ভাল লাগছিল না। ২০২১-এ ফের ইউপিএসসি পরীক্ষায় বসেন তিনি। এ বার স্বপ্নের আইএএস হওয়ার পথে আর কোনও বাধা অন্তরায় হয়নি।
সিভিল সার্ভিসে আগ্রহীদের সম্প্রতি তিনি পরামর্শ দিয়েছেন সংবাদমাধ্যমে। তাঁর কথায়, তুমি নিজেই তোমার সেরা শিক্ষক। তাই সিদ্ধান্ত নেওয়ার সময় নিজের সামর্থ্যের উপর জোর দিতে হবে। একই পদ্ধতি বার বার অনুসরণ না করে নতুন পথে চলার কথাও বলেন তিনি।
ম্যাট্রিকে উনিশ বার ঘায়েল হয়ে থেমে গিয়েছিল গঙ্গারামের অধ্যবসায়। কিন্তু আইএএস অফিসার বিজয় বর্ধন সে পথের পথিক নন।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: IAS officer, UPSC Examination