#নয়াদিল্লি: সম্প্রতি ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের (Union Public Service Commission) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে বিভিন্ন পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
শূন্যপদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ:
প্রতিষ্ঠানের তরফে মোট ৪৫টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
শূন্যপদ | সংখ্যা |
অ্যাসিস্ট্যান্ট এডিটর (তেলেগু) | ১ |
ফটোগ্রাফিক অফিসার, সায়েন্টিস্ট ‘বি (টক্সিকোলজি) | ১ |
সায়েন্টিস্ট ‘বি’(টক্সিকোলজি) | ১ |
টেকনিক্যাল অফিসার (পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং) | ৪ |
ড্রিলার-ইন-চার্জ | ৩ |
ডেপুটি ডিরেক্টর মাইনস সেফটি (মেকানিক্যাল) | ২৩ |
অ্যাসিস্ট্যান্ট একজিকিউটিভ ইঞ্জিনিয়ার (ইলেকট্রনিক্স) | ৩ |
সিস্টেম অ্যানালিস্ট | ৬ |
সিনিয়র লেকচারার (জেনারেল মেডিসিন) | ১ |
সিনিয়র লেকচারার (জেনারেল সার্জারি) | ১ |
সিনিয়র লেকচারার (টিউবারকিউলোসিস ও রেসপিরেটরি ডিজিজ) | ১ |
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা | ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (Union Public Service Commission) |
পদের নাম | টেকনিক্যাল অফিসার, ড্রিলার-ইন-চার্জ, ডেপুটি ডিরেক্টর সহ অন্যান্য |
শূন্যপদের সংখ্যা | ৪৫ |
কাজের স্থান | কিছু জানানো হয়নি |
কাজের ধরন | কিছু জানানো হয়নি |
নির্বাচন পদ্ধতি | কিছু জানানো হয়নি |
আবেদন প্রক্রিয়া শুরু | বর্তমানে চলছে |
শিক্ষাগত যোগ্যতা | বিশদ দেখুন |
বেতনক্রম | কিছু জানানো হয়নি |
আবেদন পদ্ধতি | অনলাইন |
আবেদনের শেষ দিন | ৩১.০৩.২০২২ |
আরও পড়ুন: দারুণ খবর, বিপুল নিয়োগ করছে এমপ্লয়িজ স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশন
বয়সসীমা:
পদ | বয়সসীমা |
অ্যাসিস্ট্যান্ট এডিটর (তেলেগু) | ৩৫ |
ফটোগ্রাফিক অফিসার, সায়েন্টিস্ট ‘বি (টক্সিকোলজি) | ৩০ |
সায়েন্টিস্ট ‘বি’(টক্সিকোলজি) | ৩৫ |
টেকনিক্যাল অফিসার (পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং) | ৩৫ |
ড্রিলার-ইন-চার্জ | ৩০ |
ডেপুটি ডিরেক্টর মাইনস সেফটি (মেকানিক্যাল) | ৪০ |
অ্যাসিস্ট্যান্ট একজিকিউটিভ ইঞ্জিনিয়ার (ইলেকট্রনিক্স) | ৩৫ |
সিস্টেম অ্যানালিস্ট | ৩৫ |
লেকচারার | ৫০ |
সরাসরি আবেদনপত্র ডাউনলোডের লিঙ্ক- https://upsconline.nic.in/ora/VacancyNoticePub.php
আবেদন ফি: জেনারেল ক্যাটাগরি- ২৫ টাকা এসসি/এসটি/শারীরিক প্রতিবন্দী/মহিলা প্রার্থী - কোনও ফি লাগবে নাআবেদনের তারিখ:
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। প্রার্থীদের আগামী ৩১ মার্চ, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। অনলাইনে আবেদন করতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Job News 2022, Recruitment 2022