হোম /খবর /চাকরি ও শিক্ষা /
চাকরিপ্রার্থীদের জন্য সুখবর! সিভিল সার্ভিসে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

JPSC Combined Civil Services 2021: চাকরিপ্রার্থীদের জন্য সুখবর! সিভিল সার্ভিসে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

বিশদে জানতে প্রার্থীরা পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে jpsc.gov.in গিয়ে খোঁজ নিতে পারেন।

  • Share this:

#রায়পুর: সিভিল সার্ভিসের পরীক্ষার জন্য যাঁরা প্রস্তুতি নিচ্ছেন তাঁদের জন্য সুখবর! সম্প্রতি ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশনের (Jharkhand Public Service Commission) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে কম্বাইন্ড সিভিল সার্ভিস (Combined Civil Services) ২০২১ নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে।

আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে jpsc.gov.in গিয়ে খোঁজ নিতে পারেন।

JPSC Combined Civil Services 2021: আবেদনের তারিখ

প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ১৬ নভম্বর থেকে। প্রার্থীদের আগামী ১৫ ডিসেম্বর, ২০২১ তারিখের মধ্যে আবেদনপত্র ও আবেদন ফি জমা করতে হবে। আবেদন করতে হবে অনলাইনে। অনলাইন ছাড়া অন্য কোনও সূত্র মারফত প্রেরিত আবেদনপত্র গ্রহণযোগ্য নয়। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে প্রার্থীদের তা নির্দিষ্ট নোটিশের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

আরও পড়ুন- স্পোর্টস ও ইয়ুথ ওয়েলফেয়ারে বিপুল নিয়োগের বিজ্ঞপ্তি জারি পাবলিক সার্ভিস কমিশনের

JPSC Combined Civil Services 2021: আবেদনের যোগ্যতা

উল্লিখিত পদে আবেদন করতে ইচ্ছুক প্রার্থীদের সরকার স্বীকৃত কোনও প্রতিষ্ঠান থেকে স্নাতক স্তরে উত্তীর্ণ হতে হবে।

JPSC Combined Civil Services 2021: বয়সসীমা

সিভিল সার্ভিস পরীক্ষায় অংশ নিতে হলে প্রার্থীদের ২১ থেকে ৩৫ বছর বয়সী হতে হবে।

এক নজরে পরীক্ষা সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:

সংস্থা: ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (Jharkhand Public Service Commission)

পরীক্ষার নাম: কম্বাইন্ড সিভিল সার্ভিস পরীক্ষা

শূন্যপদের সংখ্যা: কিছু জানানো হয়নি

কাজের স্থান: ঝাড়খণ্ড

কাজের ধরন: পরীক্ষা সংক্রান্ত

নির্বাচন পদ্ধতি: লিখিত পরীক্ষা ও অন্যান্য

আবেদন প্রক্রিয়া শুরু: ১৬.১১.২০২১

শিক্ষাগত যোগ্যতা: সরকার স্বীকৃত কোনও প্রতিষ্ঠান থেকে স্নাতক স্তরে উত্তীর্ণ

বেতনক্রম: কিছু জানানো হয়নি

আবেদন পদ্ধতি: অনলাইন

আবেদনের শেষ দিন: ১৫.১২.২০২১

JPSC Combined Civil Services 2021: আবেদন পদ্ধতি

স্টেপ-১ প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে jpsc.gov.in গিয়ে ‘PSC Combined Civil Services 2021’ লেখা রেজিস্ট্রেশন লিঙ্কটিতে ক্লিক করতে হবে।

স্টেপ-২ প্রার্থীদের নাম রেজিস্ট্রেশন করতে হবে।

স্টেপ-৩ এবারে আবেদনপত্রটি পূরণ করে উপযুক্ত প্রমাণপত্র ও ডকুমেন্ট সহ জমা করতে হবে।

স্টেপ-৪ আবেদন ফি জমা করতে হবে।

স্টেপ-৫ আবেদন প্রক্রিয়া সম্পন্ন হলে প্রার্থীরা ভবিষ্যতের সুবিধার্থে ফর্মের এক কপি প্রিন্ট করিয়ে রাখতে পারেন।

সরাসরি আবেদনের লিঙ্ক- https://onlinejpsc.com/jpcombine/

Published by:Suman Majumder
First published:

Tags: Government Jobs, Jobs, Recruitment 2021