#নয়াদিল্লি: ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার (Unique Identification Authority of India) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে ডিরেক্টর, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর জেনারেল (টেকনোলজি) এবং অন্যান্য পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে বলে জানানো হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
UIDAI Recruitment 2022: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। প্রার্থীদের আগামী ১৬ অগাস্ট, ২০২২ তারিখের মধ্যে আবেদন করতে হবে। অনলাইন আবেদন করতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
UIDAI Recruitment 2022: শূন্যপদের সংখ্যা
প্রতিষ্ঠানের তরফে মোট ৫টি পদ রয়েছে বলে জানানো হয়েছে। ডিরেক্টর- ৩টি পদ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর জেনারেল (টেকনোলজি)- ১টি পদ ডিরেক্টর (টেক)- ১টি পদ
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা: ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (Unique Identification Authority of India)
পদের নাম | ডিরেক্টর, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর জেনারেল (টেকনোলজি) এবং অন্যান্য |
শূন্যপদের সংখ্যা | ৪৫ |
কাজের স্থান | ভারত |
কাজের ধরন | কিছু জানানো হয়নি |
নির্বাচন পদ্ধতি | কিছু জানানো হয়নি |
শিক্ষাগত যোগ্যতা | কিছু জানানো হয়নি |
বেতনক্রম | কিছু জানানো হয়নি |
আবেদন পদ্ধতি | অনলাইন |
আবেদনের শেষ তারিখ | ১৬.০৮.২০২২ |
UIDAI Recruitment 2022: আবেদন পদ্ধতি
এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে মোট ৫টি পদ পূরণ করা হবে। প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারেন। এর জন্য প্রার্থীদের সবার প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সম্পূর্ণ নোটিশটি ভালো করে পড়ে নিতে হবে। এরপর আবেদনপত্রের ফরম্যাট অনুসারে আবেদন করতে হবে। প্রার্থীদের সমস্ত প্রয়োজনীয় তথ্য আবেদনপত্রের সঙ্গে জমা করতে হবে। আবেদন করা সম্পূর্ণ হলে প্রার্থীদের প্রয়োজনীয় ডকুমেন্ট ও সার্টিফিকেট সহ আবেদনপত্রটি এই মেইল আইডিতে deputation@uidai.net.in পাঠাতে হবে। প্রতিষ্ঠানের তরফে জানানো হয়েছে শেষ তারিখের পরে প্রাপ্ত আবেদনপত্র গ্রহণ করা হবে না।
প্রার্থীরা আবেদনের যোগ্যতা, বয়সসীমা, বেতনক্রম, সম্পূর্ণ আবেদন পদ্ধতি সংক্রান্ত বিষয়ে আরও অধিক জানতে এখানে উপলব্ধ বিজ্ঞপ্তির লিঙ্কে ক্লিক https://uidai.gov.in/images/career/VC_dt_01_07_2022.pdf করে দেখতে পারেন।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Job News 2022