#নয়াদিল্লি: ইউরেনিয়াম কর্পোরেশন অব ইন্ডিয়া লিমিটেডের (UCIL) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে অ্যাপ্রেন্টিস পদে বিভিন্ন সরকারি সংস্থায় নিয়োগের আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন বিজ্ঞাপন প্রকাশের ৩০ দিনের মধ্যে। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা ইউরেনিয়াম কর্পোরেশন অব ইন্ডিয়া লিমিটেডের ওয়েবসাইটে upenergy.in গিয়ে খোঁজ নিতে পারেন।
আবেদনের তারিখ:
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বিজ্ঞাপন প্রকাশের ৩০ দিনের মধ্যে আবেদন করতে হবে। ৫ মে ২০২২ এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই অনুযায়ী আগামী ৬ জুনের মধ্যে আবেদন করতে হবে। অনলাইন আবেদনপত্র সংগ্রহ করতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
আরও পড়ুন: পুলিশ নিয়োগের পরীক্ষাকেন্দ্র ঘোষণা! কীভাবে অনলাইনে সেন্টার চেক করা যাবে?
শূন্যপদের সংখ্যা: প্রতিষ্ঠানের তরফে মোট ১৩০টি শূন্যপদে নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে।
শূন্যপদের বিবরণ:
১. মাইনিং মেট (Mining Mate): ৮০টি
২. ব্লাস্টার (Blaster): ২০ টি
৩. ওয়াইন্ডিং ইঞ্জিন ড্রাইভার (Winding Engine Driver): ৩০টি
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা | ইউরেনিয়াম কর্পোরেশন অব ইন্ডিয়া লিমিটেডের (UCIL) |
পদের নাম | মাইনিং মেট এবং অন্যান্য |
শূন্যপদের সংখ্যা | ১৩০ |
কাজের স্থান | লক্ষ্ণৌ, উত্তরপ্রদেশ |
কাজের ধরন | কিছু জানানো হয়নি |
নির্বাচন পদ্ধতি | বিশদ দেখুন |
আবেদন প্রক্রিয়া শুরু | ০৫.০৫.২০২২ |
শিক্ষাগত যোগ্যতা | দ্বাদশ ও দশম উত্তীর্ণ |
বেতনক্রম | কিছু জানানো হয়নি |
আবেদন পদ্ধতি | অনলাইন |
আবেদনের শেষ তারিখ | ০৬.০৬.২০২২ |
বয়স | ৩০ বছরের নীচে |
নির্বাচন পদ্ধতি:
প্রার্থীদের মেধা ভিত্তিতে নির্বাচন করা হবে। লিখিত ও সাক্ষাৎকার ভিত্তিক পরীক্ষা।
আরও পড়ুন: বিরাট বড় খবর! উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ নিয়ে জরুরি নির্দেশ দিল হাইকোর্ট আবেদনের যোগ্যতা:
১. মাইনিং মেট (Mining Mate): যে কোনও শাখায় দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ
২. ব্লাস্টার (Blaster): দশম উত্তীর্ণ
৩. ওয়াইন্ডিং ইঞ্জিন ড্রাইভার (Winding Engine Driver): দশম উত্তীর্ণ আবেদনের পদ্ধতি:
যোগ্য ও আগ্রহী ব্যক্তিরা বিজ্ঞাপন প্রকাশের ৩০ দিনের মধ্যে আবেদন করতে পারে। আবেদনপত্রে পরিচ্ছন্ন ভাবে টাইপ করে লিখতে হবে বয়স, শিক্ষাগত যোগ্যতা, জাতি, টেলিফোন অথবা মোবাইল নম্বর, বর্তমান ঠিকানা যেমন, গ্রাম, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, জেলা এবং পিন কোড। সঙ্গে দিতে হবে জাতিগত শংসাপত্রের প্রত্যয়িত নকল, একটি রঙিন পাসপোর্ট সাইজের সাম্প্রতিক ছবি, ২ জন রেফারেন্সের নাম ও ঠিকানা, সমস্ত শংসাপত্র প্রত্যয়িত হতে হবে।
আবেদন পত্র পোস্ট অথবা কুরিয়ার পাঠাতে হবে এই ঠিকানায়:
জেনারেল ম্যানেজার, (I/P&IRs/CP), ইউরেনিয়াম কর্পোরেশন ইন্ডিয়া লিমিটেড, পোস্ট অফিস: জাদুগোড়া মাইনস, জেলা: পূর্ব সিংভূম, ঝাড়খণ্ড, পিন কোড: ৮৩২১০২ (General Manager (I/P&IRs/CP), Uranium Corporation India Limited, PO: Jaduguda Mines, Dist: East Singhbhum, Jharkhand, Pin - 832102 by post/courier)
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Recruitment 2022