#নয়াদিল্লি: সম্প্রতি ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (Union Bank of India) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে বিভিন্ন পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে (Recruitment 2021)। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন (Recruitment 2021)। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন। (Recruitment 2021)
Union Bank of India Recruitment 2021: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, সিনিয়র একজিকিউটিভ এবং স্পেশ্যালিস্ট পদে আবেদনপত্র জমা দেওয়া শেষ দিন যথাক্রমে ২৯ ডিসেম্বর, ২০২১ এবং ৭ জানুয়ারি, ২০২২ তারিখ। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
আরও পড়ুন: সফটওয়্যার টেকনোলজি পার্কস অফ ইন্ডিয়ার অধীনে নিয়োগ, আজই আবেদন করুন
বিশদ নোটিস ও সরাসরি আবেদনের লিঙ্ক- https://www.unionbankofindia.co.in/english/recruitment.aspx
Union Bank of India Recruitment 2021: শূন্যপদের সংখ্যা
প্রতিষ্ঠানের তরফে এখনও পর্যন্ত মোট ৩১টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
আরও পড়ুন: ব্রহ্মপুত্র ভ্যালি ফার্টিলাইজার কর্পোরেশনে একাধিক নিয়োগ শুরু, জানুন
Union Bank of India Recruitment 2021: শূন্যপদের বিস্তারিত বিবরণ
স্পেশ্যালিস্ট অফিসার: ২৫টি পদ
চিফ রিস্ক অফিসার: ১টি পদ
চিফ ডিজিটাল অফিসার: ১টি পদ
হেড অ্যানালিস্ট: ১টি পদ
চিফ ইকোনমিক অ্যাডভাইজর: ১টি পদ
হেড এপিআই ম্যানেজমেন্ট: ১টি পদ
হেড ডিজিট্যাল লেন্ডিং এবং ফিন টেক: ১টি পদ
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা: | ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Union Bank of India) |
পদের নাম: | স্পেশ্যালিস্ট অফিসার, চিফ রিস্ক অফিসার, চিফ ডিজিটাল অফিসার, হেড অ্যানালিস্ট, চিফ ইকোনমিক অ্যাডভাইসার, হেড এপিআই ম্যানেজমেন্ট, হেড ডিজিট্যাল লেন্ডিং এবং ফিন টেক |
শূন্যপদের সংখ্যা: | ৩১ |
কাজের স্থান: | ভারত |
কাজের ধরন: | কিছু জানানো হয়নি |
নির্বাচন পদ্ধতি: | সাক্ষাৎকার |
আবেদন প্রক্রিয়া শুরু: | বর্তমানে চলছে |
শিক্ষাগত যোগ্যতা: | যে কোনও শাখায় স্নাতক উত্তীর্ণ |
বেতনক্রম: | কিছু জানানো হয়নি |
আবেদন পদ্ধতি: | অনলাইন |
আবেদনের শেষ দিন: ০৭.০১.২০২২
Union Bank of India Recruitment 2021: নির্বাচন পদ্ধতি
বাছাই করা হবে সংক্ষিপ্ত তালিকা এবং সাক্ষাৎকারের ভিত্তিতে। নির্বাচনের জন্য মেধা তালিকা শুধুমাত্র সাক্ষাৎকারে প্রাপ্ত স্কোরের ভিত্তিতে নিম্ন থেকে উর্ধ্ব ক্রমে প্রস্তুত করা হবে। যদি একাধিক প্রার্থী কাট-অফ মার্কস (কাট-অফ পয়েন্টে কমন মার্কস) স্কোর করে, এই ধরনের প্রার্থীদের তাদের বয়স অনুসারে এবং মেধাক্রম অনুসারে র্যাঙ্ক দেওয়া হবে।
Union Bank of India Recruitment 2021: বিশেষ ঘোষণা
পোস্টিং হবে মুম্বইয়ে। প্রার্থীকে সংস্থা বা পেরেন্ট সংস্থা বা পেরেন্ট সংস্থার যে কোনও সহায়ক সংস্থার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।