হোম /খবর /শিক্ষা /
পরীক্ষা দিতে বসে হঠাৎই অসুস্থ, হাসপাতালের বেডেই বাকী প্রশ্নের উত্তর দিল ছাত্রী

Madhyamik 2023|| পরীক্ষা দিতে বসে হঠাৎই অসুস্থ, হাসপাতালের বেডেই বাকী প্রশ্নের উত্তর দিল ছাত্রী

মাধ্যমিক পরীক্ষা

মাধ্যমিক পরীক্ষা

Madhyamik 2023: মাধ্যমিক পরীক্ষাকেন্দ্রে গিয়ে অসুস্থ হয়ে পড়ল এক মাধ্যমিক পরীক্ষার্থী। তৎক্ষনাৎ পদ্মেরহাট গ্রামীন হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করানো হয় তাঁকে।

  • Share this:

জয়নগর: মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে গিয়ে পরীক্ষা চলাকালীন অসুস্থ হয়ে পড়ল মাধ্যমিক পরীক্ষার্থী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা ‌গিয়েছে, এ দিন পরীক্ষা চলাকালীন চালতা বেড়িয়া হাই স্কুলের সুরাইয়া খাতুন পরীক্ষা দিচ্ছিল ধোসা চন্দনেশ্বর নবীন চাঁদ স্কুলে। হঠাৎই প্রচন্ড পেট ব্যাথা করায় ছটফট করতে থাকে সে পরীক্ষা কেন্দ্রে। খবর দেওয়া হয় জয়নগর থানা ও জয়নগর উওর চক্রের স্কুল পরিদর্শককে।

আর তারপরেই জয়নগর থানার এসআই রাজু গুপ্তাও জয়নগর উওর চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক কৃষেন্দু ঘোষ ওই ছাত্রীকে তৎক্ষনাৎ পদ্মেরহাট গ্রামীন হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করান। আর সেখানেই প্রাথমিক চিকিৎসার পরে হাসপাতালের বেড বসেই এ দিনের পরীক্ষার বাকি অংশ শেষ করে।

আরও পড়ুনঃ লিভারের সমস্যায় অসুস্থ সিবিএসই পরীক্ষার্থীকে হাসপাতাল থেকে গ্রিন করিডোরে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দিল কলকাতা পুলিশ

আর এ দিন হাসপাতালে পরীক্ষা দিয়ে সে বলে, আচমকা পরীক্ষা দিতে দিতে আমার খুব পেটের ব্যাথা করছিল। পরীক্ষা দিতে পারছিলাম না। তবে সবার চেষ্টায় আমি হাসপাতালে বসে পরীক্ষাটা দিতে পারলাম। ওই ছাত্রীর বাবা বলেন, আগে এ রকম কোনওদিন এ রকম ভাবে যন্ত্রনা করেনি। তাই খুব ভয় পেয়ে গিয়েছিলাম। তবে এখন মেয়ে ভাল আছে জেনে স্বস্তি পেলাম। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, এ দিন পর্যবেক্ষণে রেখে ছাত্রীকে রাতে ছেড়ে দেওয়া হবে।

সুমন সাহা

Published by:Shubhagata Dey
First published:

Tags: Madhyamik 2023