#নয়াদিল্লি: সম্প্রতি স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া (SBI)-এর তরফে এক বিজ্ঞপ্তি জারি করে স্পেশালিস্ট অফিসার (SO) পদে নিয়োগের আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা SBI-এর ওয়েবসাইট sbi.co.in গিয়ে খোঁজ নিতে পারেন।
আবেদনের তারিখ:
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ২৭ এপ্রিল থেকে। আবেদনের শেষ দিন ১৭ মে ২০২২। অনলাইন আবেদন করতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
আরও পড়ুন: বড় খবর! শিক্ষক নিয়োগে দুর্নীতি রুখতে বিরাট পরিবর্তন এসএসসির! জানুন বিস্তারিত...
শূন্যপদের সংখ্যা:
প্রতিষ্ঠানের তরফে মোট ৩৫টি শূন্যপদে নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে। শূন্যপদের বিবরণ:
স্পেশালিস্ট অফিসার: নিয়মিত (Regular)— ৭
স্পেশালিস্ট অফিসার: চুক্তি ভিত্তিক (Contractual)— ২৯ এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা | স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া (SBI) |
পদের নাম | স্পেশালিস্ট অফিসার |
শূন্যপদের সংখ্যা | ৩৫ |
কাজের স্থান | কিছু জানানো হয়নি |
কাজের ধরন | কিছু জানানো হয়নি |
নির্বাচন পদ্ধতি | লিখিত পরীক্ষা |
আবেদন প্রক্রিয়া শুরু | ২৭.০৪.২০২২ |
বেতনক্রম | ৩৬,০০০ থেকে ২৭,০০০০০ |
আবেদন পদ্ধতি | অনলাইন |
আবেদনের শেষ তারিখ | ১৭.০৫.২০২২ |
পরীক্ষার দিন | ২৫ জুন ২০২২ |
অ্যাডমিট কার্ড | ১৭ মে ২০২২ |
আবেদন মূল্য:
সাধারণ, OBC এবং EWS প্রার্থীদের জন্য ৭৫০ টাকা।
SC, ST, PWD প্রার্থীদের জন্য কোনও মূল্য লাগবে না।
আরও পড়ুন: ভারতীয় ডাক বিভাগে ৩৮,৯২৬ পদে নিয়োগ! দেরি না করে আজই আবেদন করুন...
বেতনক্রম:
*সিস্টেম অফিসার (System officers): ৩৬,০০০ টাকা থেকে ৮৯,৮৯০ টাকা
*এগজিকিউটিভ (Executive): ১৫ থেকে ২০ লক্ষ টাকা
*সিনিয়র এগজিকিউটিভ (Senior Executives): ১৯ থেকে ২৪ লক্ষ টাকা
*সিনিয়র স্পেশাল এগজিকিউটিভ (Senior special executives): ২৩ থেকে ২৭ লক্ষ টাকা আবেদন পদ্ধতি:
*SBI এর নিজস্ব ওয়েবসাইটে (https://bank.sbi/web/careers) গিয়ে প্রথমেই আগ্রহী প্রার্থীকে রেজিস্টার করতে হবে। ইন্টারনেট ব্যাঙ্কিং, ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডের মাধ্যমে আবেদনের জন্য নির্ধারিত ফি দিতে হবে।
*সাম্প্রতি ছবি ও সই স্ক্যান করিয়ে নিতে হবে। কোনও আবেদনপত্রই ছবি ও সই ছাড়া গ্রাহ্য হবে না।
*এর পরে সিস্টেম জেনারেটেড আবেদন পত্র বা ফর্মটি প্রিন্ট করিয়ে নিতে হবে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Recruitment 2022, SBI