#নয়াদিল্লি: সম্প্রতি রাজস্থান সাবঅর্ডিনেট এবং মিনিস্ট্রিয়াল সার্ভিসেস সিলেকশন বোর্ডের (Rajasthan Subordinate & Ministerial Services Selection Board) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে অ্যাসিস্ট্যান্ট পাবলিক রিলেশন অফিসার (APRO) নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা রাজস্থান সাবঅর্ডিনেট এবং মিনিস্ট্রিয়াল সার্ভিসেস সিলেকশন বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
আবেদনের তারিখ:
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। ইচ্ছুক প্রার্থীদের আগামী ১৪ ফেব্রুয়ারি, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। আবেদন করতে হবে অনলাইনে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে। যারা ২০২১ সালে এই পদে আবেদন করেছিলেন তাদের আর আবেদন করতে হবে না।
শূন্যপদের সংখ্যা:
প্রতিষ্ঠানের তরফে এখনA পর্যন্ত মোট ৭৬টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা: রাজস্থান সাবঅর্ডিনেট এবং মিনিস্ট্রিয়াল সার্ভিসেস সিলেকশন
বোর্ড (Rajasthan Subordinate & Ministerial Services Selection Board)
পদের নাম: অ্যাসিস্ট্যান্ট পাবলিক রিলেশন অফিসার
শূন্যপদের সংখ্যা: ৭৬
কাজের স্থান: রাজস্থান
কাজের ধরন: কিছু জানানো হয়নি
নির্বাচন পদ্ধতি: কিছু জানানো হয়নি
আবেদন প্রক্রিয়া শুরু: বর্তমানে চলছে
শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীদের একটি নামী সংবাদপত্রের অফিসে বা রাজ্য
সরকার বা ভারত সরকারের জনসংযোগ বিভাগে সাংবাদিকতায় ৩ বছরের
অভিজ্ঞতা সহ স্নাতক উত্তীর্ণ হতে হবে
বেতনক্রম: কিছু জানানো হয়নি
আবেদন পদ্ধতি: অনলাইন
আবেদনের শেষ দিন: ১৪.০২.২০২২
আবেদনের যোগ্যতা:
সহকারী পিআরও নিয়োগের জন্য, প্রার্থীদের একটি নামী সংবাদপত্রের অফিসে বা রাজ্য সরকার বা ভারত সরকারের জনসংযোগ বিভাগে সাংবাদিকতায় ৩ বছরের অভিজ্ঞতা সহ স্নাতক উত্তীর্ণ হতে হবে।
যে প্রার্থীরা পদগুলির জন্য আবেদন করতে চান তাঁরা শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, বেতনক্রম ও অন্যান্য বিষয় এখানে উপলব্ধ বিজ্ঞপ্তির মাধ্যমে https://rsmssb.rajasthan.gov.in/Static/files/APRO2021_RevisedAdv24012022.pdf জানতে পারবেন।
আবেদন ফি:
জেনারেল / অন্যান্য অনগ্রসর শ্রেণী / রাজস্থানের ক্রিমি লেয়ার বিভাগের এমবিসি বিভাগের জন্য ৪৫০ টাকা। অন্যান্য সংরক্ষিত বিভাগের জন্য ২৫০ টাকা।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Recruitment 2022