#নয়াদিল্লি: সম্প্রতি রাজস্থান পাবলিক সার্ভিস কমিশনের (Rajasthan Public Service Commission) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে শিক্ষক পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হবে বলে জানানো হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা রাজস্থান পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
RPSC School Lecturer Recruitment 2022: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আবেদন প্রক্রিয়া শুরু হবে ৫ মে থেকে। আবেদন করার শেষ দিন ৪ জুন, ২০২২ তারিখ। অনলাইনে আবেদনপত্র জমা দিতে হবে। প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে। পরীক্ষার তারিখ কমিশন পরবর্তীতে নোটিশের মাধ্যমে জানিয়ে দেবে।
RPSC School Lecturer Recruitment 2022: শূন্যপদের সংখ্যা
প্রতিষ্ঠানের তরফে মোট ৬০০০টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে। বটানি- ১৬২টি পদ কমার্স- ১৩০টি পদ মিউজিক- ১২টি পদ আর্ট- ৭০টি পদ এগ্রিকালচার- ২৮০টি পদ ভূগোল-৩৭৯টি পদ ইতিহাস- ৮০৭টি পদ হিন্দি- ১৪৬২টি পদ পলিটিক্যাল সায়েন্স- ১১৯৬টি পদ ইংরেজি- ৩৪২টি পদ সংস্কৃত- ১৯৪টি পদ কেমিস্ট্রি- ১২টি পদ হোম সায়েন্স- ২২টি পদ ফিজিক্যাল সায়েন্স- ৮২টি পদ ম্যাথেমেটিক্স- ৬৮টি পদ ইকোনমিক্স- ৬২টি পদ সোশিওলজি- ১৩টি পদ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন- ৯টি পদ পঞ্জাবি- ১৫টি পদ উর্দূ- ৪০টি পদ রেসলিং কোচ- ১টি পদ খো খো কোচ- ১টি পদ হকি কোচ- ১টি পদ জিমন্যাস্টিক হকি- ১টি পদ ফুটবল কোচ- ৩টি পদ ফিজিক্যাল এডুকেশন- ১১২টি পদ
সম্পূর্ণ নোটিশ লিঙ্ক-
https://rpsc.rajasthan.gov.in/Static/RecruitmentAdvertisements/E7A42C1864D74B82AA62D5F2447DCC81.pdfএক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা: রাজস্থান পাবলিক সার্ভিস কমিশন (Rajasthan Public Service Commission)
পদের নাম | শিক্ষক |
শূন্যপদের সংখ্যা | ৬০০০ |
কাজের স্থান | রাজস্থান |
কাজের ধরন | সরকারি |
নির্বাচন পদ্ধতি | বিশদ দেখুন |
আবেদন প্রক্রিয়া শুরু | ০৫.০৫.২০২২ |
শিক্ষাগত যোগ্যতা | বিশদ দেখুন |
বেতনক্রম | বিশদ দেখুন |
আবেদন পদ্ধতি | অনলাইন |
আবেদনের শেষ দিন | ০৪.০৬.২০২২ |
RPSC School Lecturer Recruitment 2022: আবেদন পদ্ধতি
RPSC-এর অফিসিয়াল ওয়েবসাইটে https://rpsc.rajasthan.gov.in যেতে হবে। 'Apply Online'-এ ক্লিক করে বা এই লিঙ্কে ক্লিক https://sso.rajasthan.gov.in করে লগইন করতে হবে। তারপর রিক্রুটমেন্ট পোর্টালে উপলব্ধ 'One Time Registration' লিঙ্ক মারফত OTR তৈরি করতে হবে। আবেদন ফি প্রদান করতে হবে। আবেদনের ফর্মটি পূরণ করে জমা দিতে হবে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Job News 2022