#রায়পুর: সম্প্রতি রায়পুরের, অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সের (All India Institute of Medical Sciences) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে সিনিয়র রেসিডেন্ট পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন।এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
শূন্যপদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ:
প্রতিষ্ঠানের তরফে এখনও পর্যন্ত মোট ১৩৬টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে। নির্বাচিত প্রার্থীদের মূলত সিনিয়র রেসিডেন্ট (গ্রুপ-এ) পদে নিয়োগ করা হবে।
উল্লিখিত পদে আবেদন করতে ইচ্ছুক প্রার্থীরা সরাসরি আবেদন করতে চাইলে এই লিঙ্কটি https://docs.google.com/forms/d/e/1FAIpQLScvwlMa0zCwUwIfCK19AoUBwstK-V0zi-RF-rc6yBPfei3diw/viewform ব্যবহার করতে পারেন।
আরও পড়ুনঃ জম্মু IIM-র নন-ফ্যাকাল্টি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ! আজই আবেদন করুন...
বিশেষ ঘোষণা:
প্রার্থীদের মূলত ১১ মাসের সময়সীমার ভিত্তিতে নিয়োগ করা হবে।
বেতনক্রম:
নির্বাচিত প্রার্থীদের মাসিক ৬৭,৭০০ টাকা (সপ্তম CPC, লেভেল-২, সেল নং ১) বেতন প্রদান করা হবে।
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা | অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্স, রায়পুর (AIIMS) |
পদের নাম | নন-মেডিক্যাল সিনিয়র রেসিডেন্ট (গ্রুপ-এ) |
শূন্যপদের সংখ্যা | ১৩৬ |
কাজের স্থান | রায়পুর |
কাজের ধরন | চুক্তি ভিত্তিক |
নির্বাচন পদ্ধতি | কিছু জানানো হয়নি |
আবেদন প্রক্রিয়া শুরু | কিছু জানানো হয়নি |
শিক্ষাগত যোগ্যতা | সরকার স্বীকৃত প্রতিষ্ঠান/ বিশ্ববিদ্যালয় থেকে নির্দিষ্ট ডিসিপ্লিনে পোস্ট গ্র্যাজুয়েট মেডিক্যাল ডিগ্রি অর্থাৎ MD/MS/DNB /Diploma এবং DMC/DDC/MCI বা রাজ্যের অধীনস্থ রেজিস্ট্রেশন নম্বর থাকা বাধ্যতামূলক। |
বেতনক্রম | মাসিক ৬৭,৭০০ টাকা |
আবেদন পদ্ধতি | অনলাইন |
আবেদনের শেষ দিন | কিছু জানানো হয়নি |
বয়সসীমা:
সিনিয়ার রেসিডেন্ট (গ্রুপ-এ) সর্বোচ্চ ৪৫ বছরের বয়সসীমা নির্ধারণ করা হয়েছে।
আরও পড়ুনঃ ভারতীয় রেলে নিয়োগ চলছে, কীভাবে আবেদন করবেন? রইল বিস্তারিত...
আবেদনের যোগ্যতা:
আবেদনকারী প্রার্থীদের সরকার স্বীকৃত প্রতিষ্ঠান/ বিশ্ববিদ্যালয় থেকে নির্দিষ্ট ডিসিপ্লিনে পোস্ট গ্র্যাজুয়েট মেডিক্যাল ডিগ্রি অর্থাৎ MD/MS/DNB /Diploma থাকা আবশ্যিক। এছাড়াও DMC/DDC/MCI বা রাজ্যের অধীনস্থ রেজিস্ট্রেশন নম্বর থাকা বাধ্যতামূলক।
আবেদন পদ্ধতি:
সিনিয়র রেসিডেন্ট (গ্রুপ-এ) পদে আবেদন করতে হলে প্রার্থীদের এই লিঙ্কটিতে https://forms.gle/7kLBBvkQDsry7umDA গিয়ে আবেদনপত্র পূরণ করতে হবে। Google Form-এর সাহায্য আবেদনপত্রটি পূরণ করে আবেদনপত্রের স্ক্যান করা কপি এবং প্রয়োজনীয় ডকুমেন্ট ও সার্টিফিকেট সহ জমা করতে হবে। প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র জমা দিতে হবে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Job News, Recruitment 2021