হোম /খবর /চাকরি ও শিক্ষা /
৬৭,৭০০ টাকা মাসিক বেতন! AIIMS-এ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ! জানুন আবেদন প্রক্রিয়া.

Recruitment 2021|| ৬৭,৭০০ টাকা মাসিক বেতন! AIIMS-এ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ! জানুন আবেদন প্রক্রিয়া...

Recruitment 2021 AIIMS Raipur: প্রতিষ্ঠানের তরফে এখনও পর্যন্ত মোট ১৩৬টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।

  • Share this:

#রায়পুর: সম্প্রতি রায়পুরের, অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সের (All India Institute of Medical Sciences) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে সিনিয়র রেসিডেন্ট পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন।এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।

শূন্যপদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ:

প্রতিষ্ঠানের তরফে এখনও পর্যন্ত মোট ১৩৬টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে। নির্বাচিত প্রার্থীদের মূলত সিনিয়র রেসিডেন্ট (গ্রুপ-এ) পদে নিয়োগ করা হবে।

উল্লিখিত পদে আবেদন করতে ইচ্ছুক প্রার্থীরা সরাসরি আবেদন করতে চাইলে এই লিঙ্কটি https://docs.google.com/forms/d/e/1FAIpQLScvwlMa0zCwUwIfCK19AoUBwstK-V0zi-RF-rc6yBPfei3diw/viewform ব্যবহার করতে পারেন।

আরও পড়ুনঃ জম্মু IIM-র নন-ফ্যাকাল্টি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ! আজই আবেদন করুন...

বিশেষ ঘোষণা:

প্রার্থীদের মূলত ১১ মাসের সময়সীমার ভিত্তিতে নিয়োগ করা হবে।

বেতনক্রম:

নির্বাচিত প্রার্থীদের মাসিক ৬৭,৭০০ টাকা (সপ্তম CPC, লেভেল-২, সেল নং ১) বেতন প্রদান করা হবে।

এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:

সংস্থাঅল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্স, রায়পুর (AIIMS)
পদের নামনন-মেডিক্যাল সিনিয়র রেসিডেন্ট (গ্রুপ-এ)
শূন্যপদের সংখ্যা১৩৬
কাজের স্থানরায়পুর
কাজের ধরনচুক্তি ভিত্তিক
নির্বাচন পদ্ধতিকিছু জানানো হয়নি
আবেদন প্রক্রিয়া শুরুকিছু জানানো হয়নি
শিক্ষাগত যোগ্যতাসরকার স্বীকৃত প্রতিষ্ঠান/ বিশ্ববিদ্যালয় থেকে নির্দিষ্ট ডিসিপ্লিনে পোস্ট গ্র্যাজুয়েট মেডিক্যাল ডিগ্রি অর্থাৎ MD/MS/DNB /Diploma এবং DMC/DDC/MCI বা রাজ্যের অধীনস্থ রেজিস্ট্রেশন নম্বর থাকা বাধ্যতামূলক।
বেতনক্রমমাসিক ৬৭,৭০০ টাকা
আবেদন পদ্ধতিঅনলাইন
আবেদনের শেষ দিনকিছু জানানো হয়নি

বয়সসীমা:

সিনিয়ার রেসিডেন্ট (গ্রুপ-এ) সর্বোচ্চ ৪৫ বছরের বয়সসীমা নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুনঃ ভারতীয় রেলে নিয়োগ চলছে, কীভাবে আবেদন করবেন? রইল বিস্তারিত...

আবেদনের যোগ্যতা:

আবেদনকারী প্রার্থীদের সরকার স্বীকৃত প্রতিষ্ঠান/ বিশ্ববিদ্যালয় থেকে নির্দিষ্ট ডিসিপ্লিনে পোস্ট গ্র্যাজুয়েট মেডিক্যাল ডিগ্রি অর্থাৎ MD/MS/DNB /Diploma থাকা আবশ্যিক। এছাড়াও DMC/DDC/MCI বা রাজ্যের অধীনস্থ রেজিস্ট্রেশন নম্বর থাকা বাধ্যতামূলক।

আবেদন পদ্ধতি:

সিনিয়র রেসিডেন্ট (গ্রুপ-এ) পদে আবেদন করতে হলে প্রার্থীদের এই লিঙ্কটিতে https://forms.gle/7kLBBvkQDsry7umDA গিয়ে আবেদনপত্র পূরণ করতে হবে। Google Form-এর সাহায্য আবেদনপত্রটি পূরণ করে আবেদনপত্রের স্ক্যান করা কপি এবং প্রয়োজনীয় ডকুমেন্ট ও সার্টিফিকেট সহ জমা করতে হবে। প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র জমা দিতে হবে।

Published by:Shubhagata Dey
First published:

Tags: Job News, Recruitment 2021