হোম /খবর /চাকরি ও শিক্ষা /
রাষ্ট্রীয় কেমিক্যালস এবং ফার্টিলাইজারস লিমিটেডের বিভিন্ন ট্রেনি পদে নিয়োগ চলছে

RCFL recruitment 2021: রাষ্ট্রীয় কেমিক্যালস এবং ফার্টিলাইজারস লিমিটেডের বিভিন্ন ট্রেনি পদে নিয়োগ চলছে

মোট পদের সংখ্যা ১০৪টি রয়েছে বলে জানানো হয়েছে।

  • Share this:

    #নয়াদিল্লি: রাষ্ট্রীয় কেমিক্যালস এবং ফার্টিলাইজারস লিমিটেডের (Rashtriya Chemicals and Fertilizers Limited) বিভিন্ন পদে নিয়োগ চলছে। সম্প্রতি রাষ্ট্রীয় কেমিক্যালস এবং ফার্টিলাইজারস লিমিটেডে বিভিন্ন পদে ট্রেড অ্যাপ্রেন্টিসের জন্য নিয়োগ সংক্রান্ত আবেদনপত্র চাওয়া হয়েছে। যোগ্য এবং উৎসাহী প্রার্থীদের শীঘ্রই আবেদনপত্র জমা দিতে বলা হয়েছে। রাষ্ট্রীয় কেমিক্যালস এবং ফার্টিলাইজারস লিমিটেডের অফিসিয়াল ওয়েবসাইট https://www.rcfltd.com/ গিয়ে প্রার্থীরা এই বিষয়ে বিশদে খোঁজ নিতে পারবে। প্রতিষ্ঠানের তরফে জানানো হয়েছে যে, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে, প্রার্থীদের ৭ অগস্ট, ২০২১ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনপত্র জমা দিতে হবে অনলাইনে।

    রাষ্ট্রীয় কেমিক্যালস এবং ফার্টিলাইজারস লিমিটেডে শূন্যপদের সংখ্যা:

    প্রতিষ্ঠানের তরফে মোট পদের সংখ্যা ১০৪টি রয়েছে বলে জানানো হয়েছে।

    শূন্যপদের বিবরণ:

    রিক্রুটমেন্ট এক্সেকিউটিভ ট্রেনি (HR): ১০টি পদ

    AOCP ট্রেনি: ৬০ টি পদ

    অ্যাকাউন্টস্‌ এক্সেকিউটিভ ট্রেনি: ১০টি পদ

    মেডিক্যাল ল্যাব ট্রেনি (প্যাথোলজি): ৫টি পদ

    ডিপ্লোমা (কেমিক্যাল): ৪টি পদ

    ডিপ্লোমা (কম্পিউটার): ৫টি পদ

    ডিপ্লোমা (ইলেকট্রিক্যাল): ৫টি পদ

    ডিপ্লোমা (ইলেকট্রিক্যাল): ৫টি পদ

    অ্যাপ্রেন্টিস পদের জন্য মাসিক বৃত্তি:

    দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ পার্থীদের জন্য মাসিক ৭০০০ টাকা বৃত্তি দেওয়া হবে।

    টেকনেশিয়ান অ্যাপ্রেন্টিস, বিভিন্ন ডিপ্লোমা প্রাপ্ত প্রার্থী এবং ফরম্যাল কোর্সের অ্যাপ্রেন্টিসদের জন্য মাসিক ৮০০০ টাকা বৃত্তি দেওয়ার কথা বলা হয়েছে।

    টেকনেশিয়ান অ্যাপ্রেন্টিস, বিভিন্ন ডিপ্লোমা প্রাপ্ত প্রার্থী এবং ফরম্যাল কোর্সের অ্যাপ্রেন্টিসদের জন্য মাসিক ৯০০০ টাকা বৃত্তি দেওয়া হবে।

    আবেদন প্রক্রিয়া:

    প্রার্থীদের প্রথমে রাষ্ট্রীয় কেমিক্যালস এবং ফার্টিলাইজারস লিমিটেডের অফিসিয়াল ওয়েবসাইটে www.rcfltd.comযেতে হবে।

    তারপর RECRUITMENT ট্যাব এবং “ENGAGEMENT OF TRADE APPRENTICES – 2021”-তে গিয়ে লিঙ্কে ক্লিক করতে হবে।

    প্রার্থীরা এখানে আবেদনপত্রটি পূরণ করতে পারবেন।

    এরপর নিজেদের সিগনেচার এবং ছবি আপলোড করতে হবে।

    প্রার্থীরা আবেদনপত্রের একটি কপি প্রিন্ট আউট করিয়ে নিতে পারেন।

    রাষ্ট্রীয় কেমিক্যালস এবং ফার্টিলাইজারস লিমিটেডের ট্রেড অ্যাপ্রেন্টিস পদে আবেদনের জন্য প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা এবং এই বিষয়ে আরও বিশদে জানতে এই লিঙ্কে https://www.rcfltd.com/ গিয়ে প্রার্থীরা নোটিফিকেশন দেখতে পারবেন।

    First published:

    Tags: Recruitment, Recruitment 2021