সম্প্রতি রামাগুন্ডম ফার্টিলাইজারস অ্যান্ড কেমিক্যালস লিমিটেড (Ramagundam Fertilizers & Chemicals Limited) এবং ন্যাশনাল ফার্টিলাইজারস লিমিটেডের (National Fertilizers Limited) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ও অন্যান্য পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে বলে জানানো হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা ওয়েবসাইটে www.nationalfertilizers.com গিয়ে খোঁজ নিতে পারেন।
RFCL Recruitment 2022: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। প্রার্থীদের আগামী ১ জুলাই, ২০২২ বিকেল ৫টা ৩০ মিনিটের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। অনলাইন আবেদন করতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
RFCL Recruitment 2022: শূন্যপদের সংখ্যা
প্রতিষ্ঠানের তরফে মোট ৪০টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
ইঞ্জিনিয়ার (প্রোডাকশন)- ২টি পদ
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (প্রোডাকশন)- ৩টি পদ
ম্যানেজার (প্রোডাকশন)- ১টি পদ
চিফ ম্যানেজার (প্রোডাকশন)- ১টি পদ
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (মেকানিক্যাল)- ২টি পদ
ডেপুটি ম্যানেজার (মেকানিক্যাল)- ৪টি পদ
সিনিয়র ম্যানেজার (মেকানিক্যাল)- ২টি পদ
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (ইলেকট্রিকাল)- ৩টি পদ
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (ইনস্ট্রুমেন্টেশন)- ২টি পদ
ইঞ্জিনিয়ার (সিভিল)- ২টি পদ
সিনিয়র কেমিস্ট- ১টি পদ
ডেপুটি ম্যানেজার (কেমিক্যাল ল্যাব)- ১টি পদ
সিনিয়র ম্যানেজার (কেমিক্যাল ল্যাব)- ১টি পদ
ইঞ্জিনিয়ার (সিকিউরিটি)- ২টি পদ
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (সিকিউরিটি)– ১টি পদ
মেটেরিয়াল অফিসার- ১টি পদ
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (মেটেরিয়াল)– ১টি পদ
ম্যানেজার (মেটেরিয়াল)- ১টি পদ
সিনিয়র ম্যানেজার (মেটেরিয়াল)- ১টি পদ
চিফ ম্যানেজার (মেটেরিয়াল)- ১টি পদ
অ্যাকাউন্টস অফিসার- ৩টি পদ
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (এফএন্ডএ)- ১টি পদ
চিফ ম্যানেজার (এফএন্ডএ)- ২টি পদ
চিফ ম্যানেজার (এইচআর)- ১টি পদ
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা: | রামাগুন্ডম ফার্টিলাইজারস অ্যান্ড কেমিক্যালস লিমিটেড (Ramagundam Fertilizers & Chemicals Limited) এবং ন্যাশনাল ফার্টিলাইজারস লিমিটেড (National Fertilizers Limited) |
পদের নাম: | অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ও অন্যান্য |
শূন্যপদের সংখ্যা: | ৪০ |
কাজের স্থান: | ভারত |
কাজের ধরন: | চুক্তি ভিত্তিক |
নির্বাচন পদ্ধতি: | বিশদ দেখুন |
আবেদন শুরু তারিখ: | বর্তমানে চলছে |
আবেদন পদ্ধতি: | অনলাইন |
শিক্ষাগত যোগ্যতা: | বিশদ দেখুন |
বেতনক্রম: | বিশদ দেখুন |
RFCL Recruitment 2022: বেতন
ইঞ্জিনিয়ার, সিনিয়র কেমিস্ট, মেটেরিয়াল অফিসার, অ্যাকাউন্টস অফিসার: মাসিক ৪০,০০০ - ১,৪০,০০০ টাকা
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার: মাসিক ৫০,০০০ - ১,৬০,০০০ টাকা
ম্যানেজার: মাসিক ৭০,০০০ - ২,০০,০০০ টাকা
চিফ ম্যানেজার: মাসিক ৯০,০০০ - ২,৪০,০০০ টাকা
ডেপুটি ম্যানেজার: মাসিক ৬০,০০০ - ১,৮০,০০০ টাকা
সিনিয়র ম্যানেজার: মাসিক ৮০,০০০ - ২,২০,০০০ টাকা
RFCL Recruitment 2022: কাজের অভিজ্ঞতা
ইঞ্জিনিয়ার- ১ বছরের কাজের অভিজ্ঞতা
অ্যাসিস্ট্যান্ট (প্রোডাকশন)- ২ বছরের কাজের অভিজ্ঞতা
ম্যানেজার- ৯ বছরের কাজের অভিজ্ঞতা
চিফ ম্যানেজার (প্রোডাকশন)- ১৭ বছরের কাজের অভিজ্ঞতা
ডেপুটি ম্যানেজার (মেকানিক্যাল)- ১৩ বছরের কাজের অভিজ্ঞতা
সিনিয়র কেমিস্ট- ১ বছরের কাজের অভিজ্ঞতা
অ্যাকাউন্টস অফিসার- ১ বছরের কাজের অভিজ্ঞতা
RFCL Recruitment 2022: বয়সসীমা
অপারেটর কেমিক্যাল ট্রেনি- জেনারেল ক্যাটাগরি/অর্থনৈতিক ভাবে অনগ্রসর শ্রেণির জন্য ২৯ বছর, তফশিলি জাতি ও তফশিলি উপজাতির জন্য ৩৪ বছর এবং ওবিসি-র জন্য ৩২ বছরের বয়সসীমা নির্ধারণ করা হয়েছে। জুনিয়র ফায়ারম্যান- তফশিলি জাতি ও তফশিলি উপজাতির জন্য ৩৪ বছর এবং ওবিসি-র জন্য ৩২ বছরের বয়সসীমা নির্ধারণ করা হয়েছে।
RFCL Recruitment 2022: আবেদন পদ্ধতি
প্রার্থীদের প্রথমে NFL-এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে www.nationalfertilizers.com। তারপর RFCL-এর ‘Recruitment of Experienced Professional in RFCL- 2022’ লেখা লিঙ্কটিতে ক্লিক করতে হবে
প্রার্থীদের আবেদনপত্রটি পূরণ করতে হবে এবং আবেদনপত্র জমা দিতে হবে
অনলাইনে আবেদনপত্র সফলভাবে জমা দেওয়ার পরে প্রার্থীদের ভবিষ্যতের সুবিধার্থে ফর্মের একটি কপি প্রিন্টআউট করে নিতে হবে
এই ঠিকানায় পাঠাতে হবে “APPLICATION FOR THE POST OF ……………….. IN RFCL - 2022” to “Dy. General Manager (HR), National Fertilizers Limited, A-11, Sector-24, Noida, District Gautam Budh Nagar, Uttar Pradesh – 201301”।
প্রার্থীরা আবেদনের যোগ্যতা, বয়সসীমা, বেতনক্রম, সম্পূর্ণ আবেদন পদ্ধতি সংক্রান্ত বিষয়ে আরও অধিক জানতে এখানে উপলব্ধ বিজ্ঞপ্তির লিঙ্কে ক্লিক https://www.nationalfertilizers.com/images/pdf/career/RFCL/RECRUITMENT%20OF%20EXPERIENCED%20PROFESSIONALS%20IN%20RFCL-2022.pdf করে দেখতে পারেন। সরাসরি আবেদনের লিঙ্ক https://nfl.co.in/rfcl_02_2022/
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।