#চেন্নাই: সম্প্রতি সাউদার্ন রেলওয়ে বোর্ডের (Southern Railway) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে স্পোর্টস কোটার বিভিন্ন পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা সাউদার্ন রেলওয়ে অফিসিয়াল ওয়েবসাইটে rrcmas.in গিয়ে খোঁজ নিতে পারেন।
আবেদনের তারিখ:
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীরা আগামী ৩০ নভেম্বর, ২০২১ পর্যন্ত আবেদনপত্র জমা দিতে পারবেন। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়ীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
আরও পড়ুনঃ ৭৫ স্থায়ী পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল ভারতীয় ডাক বিভাগ! কী ভাবে আবেদন করবেন?
শূন্যপদের সংখ্যা:
প্রতিষ্ঠানের তরফে এখনও পর্যন্ত মোট ২১টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা | সাউদার্ন রেলওয়ে বোর্ড (Southern Railway) |
পদের নাম | স্পোর্টস কোটার আয়তাধীন বিভিন্ন পদ |
শূন্যপদের সংখ্যা | ২১ |
কাজের স্থান | কিছু জানানো হয়নি |
কাজের ধরন | সরকারি |
নির্বাচন পদ্ধতি | কিছু জানানো হয়নি |
আবেদন প্রক্রিয়া শুরু | বর্তমানে চলছে |
শিক্ষাগত যোগ্যতা | কিছু জানানো হয়নি |
বেতনক্রম | কিছু জানানো হয়নি |
আবেদন পদ্ধতি | অনলাইন ও অফলাইন |
আবেদনের শেষ দিন | ৩০.১১.২০২১ |
আবেদনের যোগ্যতা:
উল্লিখিত পদে আবেদনের জন্য আবেদনের যোগ্যতা, বেতনক্রম ইত্যাদি বিষয়ে জানতে এই লিঙ্কটিতে https://rrcmas.in/downloads/rrc-sports-en-web.pdf গিয়ে খোঁজ নিতে পারেন।
বয়সসীমা:
উল্লিখিত পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়সসীমা সর্বোচ্চ ২৫ বছর এবং সর্বোনিম্ন ১৮ বছরের মধ্যে হতে হবে।
আরও পড়ুনঃ ১৭৩ শূন্যপদে অ্যাসিস্ট্যান্ট মেডিক্যাল অফিসার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, জানুন
আবেদন ফি:
জেনারেল ক্যাটাগরির প্রার্থীদের জন্য ৫০০ টাকা আবেদন ফি ধার্য করা হয়েছে। অন্য দিকে, তফসিলি জাতি ও উপজাতি, হিলা, প্রাক্তন চাকরিজীবী, অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া বর্গের প্রার্থী, সংখ্যালঘু বর্গের প্রার্থী এবং শারীরিক প্রতিবন্ধীদের আবেদন ফি বাবদ ২৫০ টাকা দিতে হবে।
কোথায় আবেদন করতে হবে?
উল্লিখিত পদে আবেদন করতে ইচ্ছুক প্রার্থীদের আবেদনপত্র পূরণের পর প্রতিষ্ঠানের ঠিকানায় সমস্ত ডকুমেন্ট ও প্রয়োজনীয় সার্টিফিকেট সহ আবেদনপত্রটি পাঠাতে হবে। আবেদনপত্র পাঠানোর ঠিকানা, ‘Assistant Personnel Officer, Railway Recruitment Cell, Southern Railway 3rd Floor, No 5 Dr.P.V.Cherian Crescent Road, Egmore, Chennai – 600 008’।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Indian Railways, Job News