হোম /খবর /শিক্ষা /
সিবিএসই-র দশম শ্রেণীতে ৯৯% নম্বর পেয়ে তাক লাগালেন পুরুলিয়ার কিশোরী

CBSE Examination Result: লক্ষ্য মহাকাশবিজ্ঞানী হওয়া, সিবিএসই-র দশম শ্রেণীতে ৯৯% নম্বর পেয়ে তাক লাগালেন পুরুলিয়ার কিশোরী

X
সিবিএসসি [object Object]

CBSE Examination Result: এই দুর্দান্ত রেজাল্টে খুশি সমগ্র পরিবার-সহ তার বিদ্যালয়ের শিক্ষক - শিক্ষিকারা

  • Share this:

শর্মিষ্ঠা বন্দ্যোপাধ্যায়, পুরুলিয়া : অবিশ্বাস্য রেজাল্ট করে তাক লাগিয়ে দিল পুরুলিয়ার ভূমিকন্যা সৃজন মণ্ডল। সিবিএসই-র দশম শ্রেণীতে ৯৯ শতাংশ নম্বর পেয়ে রাজ্যের সম্ভাব্য প্রথম স্থান অধিকার করেছে সে। সৃজনের এই দুর্দান্ত রেজাল্টে খুশি সমগ্র পরিবার-সহ তার বিদ্যালয়ের শিক্ষক – শিক্ষিকারা। সম্প্রতি সিবিএসই-র দশম শ্রেণীর ফলাফল প্রকাশিত হয়েছে। বোর্ডের তরফে কোনও মেধাতালিকা প্রকাশ না করা হলেও বিভিন্ন স্কুলগুলি তাদের ছাত্র-ছাত্রীদের প্রাপ্ত নম্বর প্রকাশ করেছে। তার উপর ভিত্তি করেই প্রথম , দ্বিতীয় ও তৃতীয় স্থানে যারা রয়েছে তাদের নাম প্রকাশিত হয়েছে ।

যদিও সিবিএসই-র তরফে মেধাতালিকা‌ প্রকাশিত হয়নি। এ বিষয়ে সৃজন জানান , তিনি নিজের মতো করে প্রস্তুতি নিয়েছিলেন এতখানি ভাল রেজাল্ট হবে, তা তিনি ভাবতে পারেননি। বিগত দুটো বছরে করোনার কারণে পড়াশোনায় খানিকটাই ব্যাঘাত ঘটেলেও তার পড়াশোনায় কোনও প্রভাবেই পড়েনি। ‌বর্তমানে বিজ্ঞান নিয়ে পড়াশোনা করছে সে। আগামী দিনে মহাকাশ বিজ্ঞানের উপর উচ্চশিক্ষা লাভ করতে চায় সৃজন। তার এই দুর্দান্ত রেজাল্টের জন্য স্কুলের শিক্ষক – শিক্ষিকা ও তার অভিভাবক এবং পরিবারের সদস্যদের ধন্যবাদ জানান তিনি।

 

Check : ডব্লিউবি মাধ্যমিক 10 তম ফলাফল 2023

পুরুলিয়া শহরের মিশন রোড বাই লেনের বাসিন্দা সৃজন মণ্ডল। সপরিবারে সেখানেই বসবাস করেন তিনি। তার মা ও বাবা দু-জনেই শিক্ষক । পড়াশোনার সমস্ত বিষয়ে পরিবারের পক্ষ থেকে যথাযথ সহযোগিতা পেয়েছে সে। পরিবার সূত্রে জানা গিয়েছে , ছোটবেলা থেকেই পড়াশোনার প্রতি তার আগ্রহ। ষষ্ঠ শ্রেণিতে জওহর নবোদয় কেন্দ্রীয় বিদ্যালয়ে ভর্তি হয়েছিল সৃজন। এক সপ্তাহ সেখানে হস্টেলে থেকে চলে এসে ফের ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হয় এজিপিএন কনভেন্ট স্কুলে।

 

পড়াশোনার পাশাপাশি নাচের প্রতিও তার যথেষ্ট আগ্রহ রয়েছে। সময় সুযোগ পেলে পড়াশোনার সঙ্গে , সঙ্গে নাচেরও প্রস্তুতি নেয় সৃজন। আগামী দিনে পুরুলিয়ার ভূমিকন্যা সৃজন মণ্ডল জেলার নাম গোটা দেশের কাছে উজ্জ্বল করবে এমনটাই আশা করছে গোটা শহরবাসী।

Published by:Arpita Roy Chowdhury
First published:

Tags: CBSE, Purulia