#নয়াদিল্লি: সম্প্রতি পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের (Punjab National Bank) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে স্পেশালিস্ট অফিসার পদে নিয়োগের আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন। (Recruitment 2022)
PNB Recruitment 2022: আবেদনের তারিখ প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। প্রার্থীদের আগামী ৭ মে, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। অনলাইন আবেদন করতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
আরও পড়ুন: ঝোপের পাশে ওটা কী? উঁকি দিতেই ভয়ঙ্কর দৃশ্য! তমলুকে তুলকালাম
PNB Recruitment 2022: শূন্যপদের সংখ্যা প্রতিষ্ঠানের তরফে মোট ১৪৫টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
প্রার্থীরা আবেদনের যোগ্যতা, বয়সসীমা, বেতন ইত্যাদি বিষয়ে আরও বিস্তারিত জানতে এবং আবেদন করতে এখানে উপলব্ধ বিজ্ঞপ্তির লিঙ্ক https://www.pnbindia.in/Recruitments.aspx ব্যবহার করতে পারেন।
PNB Recruitment 2022: শূন্যপদের বিস্তারিত বিবরণ ম্যানেজার (ক্রেডিট)- ১০০টি পদ ম্যানেজার (রিস্ক)- ৪০টি পদ সিনিয়র ম্যানেজার (ট্রেজারি)- ৫টি পদ
আরও পড়ুন: ড্রামা নিয়ে পড়াশোনা করতে চান? অবশ্যই জানুন এই সার্টিফিকেট কোর্স সম্পর্কে
PNB Recruitment 2022: আবেদন পদ্ধতি ১. যেতে হবে অফিসিয়াল ওয়েবসাইটে- pnbindia.in ২. 'careers' সেকশনে ক্লিক করতে হবে ৩. "CLICK HERE FOR NEW REGISTRATION"-এ ক্লিক করে তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে ৪. এবার রেজিস্ট্রেশন নম্বর ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে, এডিট করার কিছু থাকলে তা সেরে নিতে হবে ৫. সব তথ্য ঠিক আছে কি না মিলিয়ে নিতে হবে ‘SAVE AND NEXT’ অপশনে ক্লিক করে ৬. COMPLETE REGISTRATION অপশনে ক্লিক করলেই আবেদন সম্পূর্ণ হবে
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা: | পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (Punjab National Bank) |
পদের নাম: | ম্যানেজার (ক্রেডিট), ম্যানেজার (রিস্ক), সিনিয়ার ম্যানেজার (ট্রেজারি) |
শূন্যপদের সংখ্যা: | ১৪৫ |
কাজের স্থান: | ভারত |
কাজের ধরন: | কিছু জানানো হয়নি |
নির্বাচন পদ্ধতি: | অনলাইন টেস্ট ও ইন্টারভিউ |
আবেদন প্রক্রিয়া শুরু: | বর্তমানে চলছে |
শিক্ষাগত যোগ্যতা: | সিএ/সিএস/আইসিডব্লুএ, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন |
বেতনক্রম: | বিশদ দেখুন |
আবেদন পদ্ধতি: | অনলাইন |
আবেদনের শেষ তারিখ: ০৭.০৫.২০২২
PNB Recruitment 2022: আবেদন ফি
এসসি/এসটি/শারীরিক প্রতিবন্ধী বর্গের প্রার্থীদের ৫০ টাকা (শুধুমাত্র ইনটিমেশন চার্জ) এবং GST। অন্যান্য সমস্ত প্রার্থীদের জন্য ৮৫০ টাকা এবং প্রযোজ্য GST সহ আবেদন ফি ধার্য করা হয়েছে।
PNB Recruitment 2022: বেতনক্রম ম্যানেজার (রিস্ক) এবং ম্যানেজার (ক্রেডিট) পদের জন্য মাসিক ৪৮,১৭০–৬৯,৮১০ টাকা সিনিয়র ম্যানেজার (ট্রেজারি) পদের জন্য মাসিক ৬৩,৮৪০– ৭৮,২৩০ টাকা
PNB Recruitment 2022: পরীক্ষার তারিখ ১২ জুন, ২০২২
PNB Recruitment 2022: বয়সসীমা ম্যানেজার- ২৫ থেকে ৩৫ বছর সিনিয়র ম্যানেজার- ২৫ থেকে ২৭ বছর
PNB Recruitment 2022: নির্বাচন পদ্ধতি প্রার্থীদের অনলাইন টেস্ট ও ইন্টারভিউয়ের মাধ্যমে নির্বাচন করা হবে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।