হোম /খবর /শিক্ষা /
৫ মিনিটেই দেখতে পরবেন প্রাইমারি টেটের নম্বর, এই ওয়েবসাইটগুলির লিঙ্কে ক্লিক করুন

Primary TET Result: ৫ মিনিটেই দেখতে পরবেন প্রাইমারি টেটের নম্বর, এই ওয়েবসাইটগুলির লিঙ্কে ক্লিক করুন

৫ মিনিটেই দেখতে পরবেন প্রাইমারি টেটের নম্বর। প্রতীকী ছবি

৫ মিনিটেই দেখতে পরবেন প্রাইমারি টেটের নম্বর। প্রতীকী ছবি

Primary TET Result: দুপুর ৩টে থেকে অনলাইনে রেজাল্ট দেখতে পারছেন পরীক্ষার্থীরা।

  • Share this:

কলকাতা: প্রাইমারি টেটের ফল প্রকাশ হয়েছে। এদিন বেলা ১টা নাগাদ প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতি গৌতম পাল সাংবাদিক বৈঠক করে প্রথম তিন মেধাতালিকার নাম ঘোষণা করেন। সেই সঙ্গে তিনি জানান, প্রথম ১০ মেধাতালিকায় স্থান পেয়েছেন ১৭৭ জন পরীক্ষার্থী।

দুপুর ৩টে থেকে অনলাইনে রেজাল্ট দেখতে পারছেন পরীক্ষার্থীরা। www.wbbpe.org এবং wbbprimaryeducation.org-এই দুটি ওয়েবসাইট দিয়ে ফলাফল দেখতে পারবেন পরীক্ষার্থীরা। এই ওয়েবসাইটগুলি খুলে রোল নম্বর এবং প্রয়োজনী তথ্য দিয়ে ফলাফল দেখতে পারবেন প্রার্থীরা। পর্ষদের তরফে আগেই জানানো হয়েছে, রেজাল্ট ৩টে থেকে ওয়েবসাইটে দেখা যাবে। সেখানে প্রার্থীর নাম, রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, ক্যাটাগরি, সাব ক্যাটাগরি, পেজ ক্যাটাগরি, প্রশ্নের বুকলেট নম্বর এবং সিরিজ, ওএমআর বারকোড নম্বর থাকবে।

এই ওয়েবসাইটগুলি খুললেই রেজিস্ট্রেশন নম্বর, রোল নম্বর এবং পরীক্ষার্থীর নাম দিতে হবে। সমস্ত কিছুর সঠিক তথ্য দিয়ে তারপরেই নিজের নম্বর দেখতে পারবেন পরীক্ষার্থীরা। তবে সোশ্যাল মিডিয়াতেও বেশ কিছু পরীক্ষার্থী অভিযোগ করছেন যে, লিঙ্ক খুলছে না।

অন্যদিকে, বৃহস্পতিবারই সন্ধ্যাবেলায় প্রাথমিক শিক্ষা পর্ষদ প্রাথমিকের টেটের চূড়ান্ত উত্তরপত্র আপলোড করেছে। চূড়ান্ত উত্তরপত্র আপলোড করার পাশাপাশি প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে জানানো হয়েছে মোট চারটি প্রশ্নের ক্ষেত্রে পুরো নম্বর দেওয়া হবে পর্ষদের তরফে পরীক্ষার্থীদের।

আরও পড়ুন, প্রাথমিক টেটে প্রথম বর্ধমানের ইনা, মেধাতালিকায় প্রথম ১০-এ রয়েছেন ১৭৭ জন

আরও পড়ুন, বড় খবর! আজই প্রাথমিক টেটের ফল প্রকাশ, ৪ ভুল প্রশ্নে মিলবে পুরো নম্বর

কার্যত অতীত থেকে শিক্ষা নিয়েই প্রশ্ন ভুল নিয়ে আর নতুন করে কোনও বিতর্কে জড়াতে চায় না পর্ষদ। তার জন্যই আগেভাগেই পর্ষদের তরফে চারটি প্রশ্নের জেরে পুরো নম্বর দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মূলত এই চারটি প্রশ্নের মধ্যে কোন প্রশ্নের ছাপাগত ভুল রয়েছে, কোন প্রশ্নের অপশনে ভুল রয়েছে, আবার কোন প্রশ্নে তথ্যগত ভুল রয়েছে। প্রাথমিকের টেটের প্রশ্ন নিয়ে বিভিন্ন বিষয়ের বিশেষজ্ঞ দের থেকে মতামত নেয় প্রাথমিক শিক্ষা পর্ষদ। সেই বিশেষজ্ঞদের থেকে মতামত নেওয়ার পরই পর্ষদের তরফে এরকম সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Published by:Suvam Mukherjee
First published:

Tags: Primary TET