#নয়াদিল্লি: ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইলেকট্রনিক্স এবং ইনফরমেশন টেকনোলজি (National Institute of Electronics and Information Technology) সম্প্রতি এক বিজ্ঞপ্তি জারি করে রিসোর্স পার্সন নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু করেছে। ইচ্ছুক ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে NIELIT-এর অফিসিয়াল ওয়েবসাইটে nielit.gov.in গিয়ে খোঁজ নিতে পারেন।
NIELIT recruitment: আবেদনের তারিখ
প্রতিষ্ঠানের তরফে জানানো হয়েছে যে, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ৮ অক্টোবর, ২০২১ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনপত্র জমা দিতে হবে অনলাইনে। সে ক্ষেত্রে NIELIT-এর অফিসিয়াল ওয়েবসাইটেই nielit.gov.in প্রার্থীরা আবেদনপত্র পেয়ে যাবেন।
NIELIT recruitment: শূন্যপদের সংখ্যা
প্রতিষ্ঠানের তরফে মোট ৪টি পদ রয়েছে বলে জানানো হয়েছে।
NIELIT recruitment: শূন্যপদের বিস্তারিত বিবরণ
সিনিয়ার রিসোর্স পার্সন (প্রোগ্রামিং- নেট): ১টি পদ
রিসোর্স পার্সন (প্রোগ্রামিং- নেট): ১টি পদ
চিফ রিসোর্স পার্সন (ড্রুপাল ডিপ্লোমার সঙ্গে পিএইচপি): ১টি পদ
জুনিয়ার রিসোর্স পার্সন (প্রোগ্রামিং পিএইচপি): ১টি পদ
NIELIT recruitment: বিশেষ ঘোষণা
প্রতিষ্ঠান সূত্রে প্রার্থীদের উদ্দেশ্যে জানানো হয়েছে যে, নির্বাচিত প্রার্থীদের প্রথমে NIELIT ভবন, সেক্টর-৮ দিল্লি-১১০০৭৭ এই ঠিকানায় নিয়োগ করা হবে। উল্লিখিত পদে নিয়োগের জন্য প্রথমে ১ বছরের চুক্তির সময়সীমা ধার্য করা হয়েছে। পরবর্তীতে প্রয়োজন অনুসারে অথবা প্রার্থীদের কাজের দক্ষতার ভিত্তিতে নিয়োগের সময়সীমা বাড়ানো যেতে পারে।
NIELIT recruitment: শিক্ষাগত যোগ্যতা
যে সকল প্রার্থীদের বিই/ বি. টেক. (কম্পিউটার সায়েন্স/ আইটি)/ এম.ই/ এম. টেক. (কম্পিউটার সায়েন্স/ আইটি)/ এম.এস. (কম্পিউটার সায়েন্স/ আইটি)/ এম. এসসি. (কম্পিউটার সায়েন্স/ আইটি)/ এমসিএ/ ডিওইএসিসি ‘বি’ লেভেল/ ডিওইএসিসি ‘সি’ লেভেল ইত্যাদিতে ডিগ্রি রয়েছে তারা উল্লিখিত পদে আবেদনের যোগ্য।
নিয়োগ সম্পর্কে বিশদে জানতে হলে এই লিঙ্কে https://nielit.gov.in/sites/default/files/headquarter/Recruitment/20210924_Eligibility_Criteria.pdf ক্লিক করতে হবে।
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা: ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইলেকট্রনিক্স এবং ইনফরমেশন টেকনোলজি (NIELIT)
পদের নাম: সিনিয়ার রিসোর্স পার্সন (প্রোগ্রামিং- নেট), রিসোর্স পার্সন (প্রোগ্রামিং- নেট), চিফ রিসোর্স পার্সন (ড্রুপাল ডিপ্লোমার সঙ্গে পিএইচপি), জুনিয়ার রিসোর্স পার্সন (প্রোগ্রামিং পিএইচপি)
শূন্যপদের সংখ্যা: ৪
কাজের স্থান: দিল্লি
কাজের ধরন: চুক্তি ভিত্তিক
নির্বাচন পদ্ধতি: কিছু জানানো হয়নি
আবেদন প্রক্রিয়া শুরু: বর্তমানে চলছে
শিক্ষাগত যোগ্যতা: বিই/ বি. টেক. (কম্পিউটার সায়েন্স/ আইটি)/ এম.ই/ এম. টেক. ডিগ্রিপ্রাপ্ত
বেতনক্রম: কিছু জানানো হয়নি
আবেদন পদ্ধতি: অনলাইন
আবেদনের শেষ দিন: ০৮.১০.২০২১
সরাসরি আবেদন করতে চাইলে প্রার্থীরা এই লিঙ্কে https://www.nielit.gov.in/ গিয়ে আবেদন করতে পারেন।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Government Job, Job