#নয়াদিল্লি: সম্প্রতি ভারত সরকারের মিনিস্ট্রি অফ ডিফেন্সের (Ministry of Defence) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে বিভিন্ন সিভিলিয়ানের পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে বলে জানানো হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা মিনিস্ট্রি অফ ডিফেন্সের ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
Defence Ministry Recruitment 2022: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের বিজ্ঞাপন প্রকাশের আগামী ২১ দিনের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। প্রসঙ্গত বিজ্ঞাপনটি ১৪ মে এমপ্লয়মেন্ট নিউজ পেপারে প্রকাশ করা হয়েছিল। অফলাইনে আবেদন করতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
Defence Ministry Recruitment 2022: শূন্যপদের বিবরণ
প্রতিষ্ঠানের তরফে মোট ৩০টি পদ রয়েছে বলে জানানো হয়েছে। লাইব্রেরিয়ান- ১টি পদ যোগ্যতা- লাইব্রেরি সায়েন্সে ডিগ্রি বা বিএ, বিএসসি, বি.কম. ডিগ্রি
স্টেনো গ্রেড – II- ২টি পদ যোগ্যতা- দ্বাদশ শ্রেণী উত্তীর্ণ বা সমমানের যোগ্যতা
এলডিসি- ৬টি পদ যোগ্যতা- দ্বাদশ শ্রেণী উত্তীর্ণ বা সমমানের যোগ্যতা
ফায়ারম্যান- ৩টি পদ যোগ্যতা- দশম শ্রেণী উত্তীর্ণ বা সমমানের যোগ্যতা
মেসেঞ্জার- ১৩টি পদ যোগ্যতা- দশম শ্রেণী উত্তীর্ণ বা সমমানের যোগ্যতা
বার্বার- ১টি পদ যোগ্যতা- দশম শ্রেণী উত্তীর্ণ বা সমমানের যোগ্যতা
ওয়াশারম্যান- ১টি পদ যোগ্যতা- দশম শ্রেণী উত্তীর্ণ বা সমমানের যোগ্যতা
রেঞ্জ চৌকিদার- ১টি পদ যোগ্যতা- দশম শ্রেণী উত্তীর্ণ বা সমমানের যোগ্যতা
ডাফট্রি- ২টি অদ যোগ্যতা- দশম শ্রেণী উত্তীর্ণ বা সমমানের যোগ্য
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা: মিনিস্ট্রি অফ ডিফেন্স (Ministry of Defence)
পদের নাম | সিভিলিয়ান |
শূন্যপদের সংখ্যা | ৩০ |
কাজের স্থান | ভারত |
কাজের ধরন | কিছু জানানো হয়নি |
নির্বাচন পদ্ধতি | বিশদ দেখুন |
আবেদন শুরুর তারিখ | চলছে |
শিক্ষাগত যোগ্যতা | বিশদ দেখুন |
বেতনক্রম | বিশদ দেখুন |
আবেদন পদ্ধতি | অফলাইন |
আবেদনের শেষ তারিখ | বিজ্ঞাপন প্রকাশের ২১ দিনের মধ্য |
Defence Ministry Recruitment 2022: বয়সসীমা
অসংরক্ষিত প্রার্থী- ১৮ থেকে ২৫ বছর ওবিসি প্রার্থী- ১৮ থেকে ২৮ বছর এসসি, এসটি প্রার্থী- ১৮ থেকে ৩০ বছর ইএসএম এবং কেন্দ্রীয় সরকারি কর্মচারিদের কেন্দ্রীয় সরকারের নিয়ম অনুযায়ী বয়সসীমা নির্ধারিত হবে
Defence Ministry Recruitment 2022: আবেদন পদ্ধতি
প্রার্থীদের আবেদনপত্র পূরণ করে এই ঠিকানায় পাঠাতে হবে, “APPLICATION FOR THE POST OF (post name)” to Central Recruiting Agency, PH & HP (I) Sub Area Pin-901207 C/o 56 APO”।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Job News 2022