সম্প্রতি মহারাষ্ট্র স্টেট ইলেকট্রিসিটি ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের (Maharashtra State Electricity Transmission Co. Ltd) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে বলে জানানো হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা সম্প্রতি মহারাষ্ট্র স্টেট ইলেকট্রিসিটি ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
আরও পড়ুন- আকর্ষণীয় বেতন! ভারতীয় রেলওয়েতে ১০৩৩ অ্যাপ্রেন্টিস নিয়োগ! জানুন বিস্তারিত...
MAHATRANSCO AE Recruitment 2022: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। আবেদন করার শেষ দিন ২৪ মে, ২০২২ তারিখ। অনলাইনে আবেদনপত্র জমা দিতে হবে। প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
MAHATRANSCO AE Recruitment 2022: শূন্যপদের সংখ্যা
প্রতিষ্ঠানের তরফে মোট ২৩৩টি পদ রয়েছে বলে জানানো হয়েছে।
MAHATRANSCO AE Recruitment 2022: শূন্যপদের বিস্তারিত বিবরণ অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (ট্রান্সমিশন)- ১৭০টি পদ
অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (টেলিকমিউনিকেশন)- ২৫টি পদ
অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল)- ২৮টি পদ
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা | মহারাষ্ট্র স্টেট ইলেকট্রিসিটি ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড (Maharashtra State Electricity Transmission Co. Ltd) |
পদের নাম: | অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার |
শূন্যপদের সংখ্যা | ২৩৩ |
কাজের স্থান | মহারাষ্ট্র |
কাজের ধরন | কিছু জানানো হয়নি |
নির্বাচন পদ্ধতি | লিখিত পরীক্ষা |
আবেদন শুরু তারিখ | বর্তমানে চলছে |
শিক্ষাগত যোগ্যতা | বিশদ দেখুন |
বেতনক্রম: | বিশদ দেখুন |
আবেদনের শেষ তারিখ | ২৪.০৫.২০২২ |
MAHATRANSCO AE Recruitment 2022: বয়সসীমা প্রার্থীদের বয়স ৩৮ বছরের কম হতে হবে। তবে অন্যান্য সংরক্ষিত বর্গ ও অর্থনৈতিক ভাবে অনগ্রসর বর্গের প্রার্থীরা ৪৩ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন।
MAHATRANSCO AE Recruitment 2022: নির্বাচন পদ্ধতি
প্রার্থীদের অনলাইনে লিখিত পরীক্ষা নেওয়া হবে। লিখিত পরীক্ষায় অবজেকটিভ টাইপ মাল্টিপল চয়েস প্রশ্নপত্র থাকবে। মরাঠি ভাষার স্কিল টেস্ট নেওয়া হবে। এরপর লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের নিয়ে একটি শর্টলিস্ট তৈরি করা হবে।
MAHATRANSCO AE Recruitment 2022: আবেদন ফি
জেনারেল ক্যাটাগরির জন্য ৭০০ টাকা এবং সংরক্ষিত ক্যাটাগরি এবং EWS প্রার্থীদের জন্য ৩৫০ টাকা আবেদন ফি ধার্য করা হয়েছে। পরীক্ষার ফি ইন্টারনেট ব্যাঙ্কিং/ক্রেডিট কার্ড/ডেবিট কার্ড ইত্যাদির মাধ্যমে প্রদান করা যেতে পারে।
সম্পূর্ণ নোটিশের লিঙ্ক-
https://www.mahatransco.in/uploads/career/career_marathi_1651599858.pdf
Original Link: https://www.hindustantimes.com/education/employment-news/mahatransco-ae-recruitment-2022-apply-for-223-assistant-engineer-posts-details-here-101651663637668.html
Written By: Satabdy Kar
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Job, Job News 2022