হোম /খবর /শিক্ষা /
মাধ্যমিক দোরগোড়ায়, পরীক্ষাকেন্দ্রে কী নিয়ম মানতে হবে ছাত্রছাত্রীদের? জানুন

Madhyamik 2023: মাধ্যমিক দোরগোড়ায়, পরীক্ষাকেন্দ্রে কী নিয়ম মানতে হবে ছাত্রছাত্রীদের? জানুন

X
পরীক্ষাকেন্দ্রে [object Object]

Madhyamik 2023: দিন কয়েক পরে মাধ্যমিক পরীক্ষা। আর পরীক্ষাকেন্দ্রে ঢুকে কী ভাবে লেখা, কী ভাবে খাতা জমা দিতে হবে সমস্ত কিছু বর্ণনা করলেন শিক্ষক।

  • Share this:

মেদিনীপুর: সামনেই মাধ্যমিক। ছাত্র জীবনের প্রথম বড় পরীক্ষা এটি। পর্ষদের তরফে দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে অনেক আগেই। শেষ মুহুর্তের প্রস্ততি সারছেন মাধ্যমিক পরীক্ষার্থীরা। পরীক্ষাকেন্দ্রে যাওয়া ও পরীক্ষা দেওয়ার নিয়মাবলী ও কিছু বিশেষ তথ্য দিলেন পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ি ব্লকের জয়কৃষ্ণপুর নেহরু বিদ্যাভবনের প্রধান শিক্ষক অনুপম নন্দ।

মাধ্যমিক পরীক্ষা হবে ৩ ঘন্টা ১৫ মিনিটের। কী কী নিয়মাবলী মানতে হবে ছাত্র ছাত্রীদের।

১। ১১ টা ৪৫ মিনিটে ছাত্রছাত্রীদের প্রশ্নপত্র দেওয়া হবে। ১১.৪৫ থেকে ছাত্রছাত্রীরা প্রশ্নপত্র দেখে নেওয়া ও লেখার জন্য প্রশ্ন চয়ন করবে। ২। ১২ টার সময় ছাত্রছাত্রীদের লেখার খাতা দেওয়া হবে। উত্তর লেখার খাতা পাওয়ার পর নাম, রোল নং এবং রেজিষ্ট্রেশন নং নির্দিষ্ট স্থানে সতর্কভাবে লিখতে হবে। ৩। বিবরণ লেখার পর পরিষ্কার-পরিচ্ছন্ন ভাবে উত্তর লেখা শুরু করতে হবে। ৪। ২ টা ৪৫ মিনিটে পরীক্ষা শেষের ওয়ার্নিং দেওয়া হবে।

শিক্ষক অনুপম নন্দ শিক্ষক অনুপম নন্দ

আরও পড়ুন: মাধ্যমিকের বাংলা পরীক্ষায় প্রবন্ধ রচনায় এই বিষয়গুলি খেয়াল রাখলেই মিলবে পুরো নম্বর

৫। সমস্ত উত্তর লেখার পর সবগুলো সঠিক কিনা দেখে নিতে হবে। ৬ । পরীক্ষাকেন্দ্রে নির্দিষ্ট সময়ে ঢুকতে হবে। ৭। পরীক্ষাকেন্দ্রে নির্দিষ্ট সময়ে ঢোকার পর কিছুক্ষণ শান্ত হয়ে বসতে হবে, যার ফলে পরীক্ষায় মানসিক চাপ আসবে না। পরীক্ষা হলে কোনও অসৎ উপায় অবলম্বন করা যাবে না।

আরও পড়ুন: মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ভূগোলের জরুরি সাজেশন, তাড়াতাড়ি জানুন

কী কী নিয়ে যেতে হবে পরীক্ষা কেন্দ্রে?

১। মাধ্যমিকের অ্যাডমিট কার্ড ও রেজিস্ট্রেশন সার্টিফিকেট। ২। কালো ও নীল বলপেন। ৩। পেনসিন, রবার, সার্পনার ৪। জলের বোতল, জ্যামিতি বক্স ক্যালকুলেটর ইলেকট্রনিক্স গ্যাজেট ব্যবহার করা যাবে না। পরীক্ষা হলে কোনও রকম বিশৃঙ্খলা না করা, মনোযোগ-সহ আত্মবিশ্বাস রেখে পরীক্ষা দেওয়ার বার্তা দিলেন প্রধান শিক্ষক অনুপম নন্দ ।

রঞ্জন চন্দ

Published by:Raima Chakraborty
First published:

Tags: Madhyamik 2023, Madhyamik Exam 2023