হোম /খবর /শিক্ষা /
মাধ্যমিক পরীক্ষায় জীবন বিজ্ঞানে ফুল মার্কস চাই? রইল শেষ মুহূর্তের টিপস

Madhyamik 2023: মাধ্যমিক পরীক্ষায় জীবন বিজ্ঞানে ফুল মার্কস চাই? রইল শেষ মুহূর্তের টিপস

X
মাধ্যমিকের [object Object]

Madhyamik 2023: শেষ মুহূর্তে মাধ্যমিকে জীবন বিজ্ঞানের ফুল মার্কস পাওয়ার টিপস দিচ্ছেন রামকৃষ্ণ মিশনের অভিজ্ঞ শিক্ষক।

  • Share this:

পুরুলিয়া: একেবারেই দোরগোড়ায় মাধ্যমিক পরীক্ষা। মাধ্যমিক পরীক্ষা নিয়ে ছাত্র-ছাত্রীদের মনে উৎকণ্ঠা বরাবরের। ভাল রেজাল্ট করতে ছাত্র-ছাত্রীদের চেষ্টার শেষ নেই। যেমন বিভিন্ন টেস্ট পেপার ফলো করা, টেক্সট বইয়ের বাইরে সাজেস্টিভ বইগুলিতে নজর দেওয়া , পড়া গুলি বারবার রিভিশন করা। লক্ষ্য একটাই রেজাল্ট ভাল করতে হবে। আর ছাত্র-ছাত্রীদের সেই লক্ষ্যকে পূর্ণতা দিতেই পুরুলিয়ার রামকৃষ্ণ মিশনের জীবন বিজ্ঞান বিভাগের অভিজ্ঞ শিক্ষক তপন মন্ডল দিলেন বিশেষ কিছু টিপস।

তাঁর টিপস শুনে ছাত্র-ছাত্রীরা যদি শেষ মুহূর্তের প্রস্তুতি নেন, তবে আর চিন্তাই করতে হবে না জীবন বিজ্ঞানে দুর্দান্ত রেজাল্ট করার জন্য। তিনি বলছেন , জীবন বিজ্ঞানের টেক্সট বইটাকে খুঁটিয়ে পড়তে হবে। ছবি আঁকার উপর জীবন বিজ্ঞানে বিশেষ নম্বর থাকে। তাই ছবি আঁকার উপর নজর দিতে হবে। অনেক ক্ষেত্রে ছাত্র-ছাত্রীরা ছবি আঁকলেও ছবি চিহ্নিতকরণ করে না। সেই কারণেও নম্বর কম পায় অনেকে। এই বিষয়টির উপরে বিশেষ নজর দিতে হবে।

আরও পড়ুন: ভৌত বিজ্ঞানে পুরো নম্বর তোলা সহজ, মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিশেষ টিপস 

আরও পড়ুন: আসন্ন মাধ্যমিক পরীক্ষা, ভূগোলে ভাল নম্বর পেতে এগুলি মাথায় রাখতেই হবে

এছাড়াও টেস্ট পেপারে যে সমস্ত সাজেশনগুলি দেওয়া রয়েছে সেগুলিকে ফলো করতে হবে। বারংবার রিভিশন দিতে হবে পড়াগুলিকে। পয়েন্ট করে করে রিভাইস করতে হবে। প্রতি বছরের মতো এ বছরও পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের মাধ্যমিকের রেজাল্ট যথেষ্ট ভাল হবে বলে আশা রাখছেন শিক্ষকেরা। এ বছরও তাঁদের ছাত্রদের রেজাল্ট পুরুলিয়াবাসীকে গর্বিত করবে এমনটাই আশা তাঁদের।

শর্মিষ্ঠা ব্যানার্জি

Published by:Raima Chakraborty
First published:

Tags: Madhyamik 2023, Madhyamik Exam 2023