গোঘাট: মাধ্যমিক পরীক্ষা। জীবনে প্রথম বড় ধাপ। ছাত্র-ছাত্রীদের ভয় কাটাতে ইতিহাস বিষয়ে সহজ উপায় সাজেশন দিলেন গৃহশিক্ষক জয়ন্ত চট্টোপাধ্য়ায়। দীর্ঘ ১৯ বছর ইতিহাস বিষয়ে কোচিং দিয়ে আসছেন জয়ন্ত বাবু। হুগলি জেলার গোঘাট-সহ আরামবাগের বিভিন্ন প্রান্তে রয়েছেন তাঁর ছাত্রছাত্রীরা। তিনি শুধু মাধ্যমিক নয়, উচ্চ মাধ্যমিক,গ্যাজুয়েট ও মাস্টার ডিগ্রী কোচিং দিচ্ছেন পড়ুয়াদের। মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ইতিহাসের কী সাজেশন দিলেন তিনি? দেখে নেওয়া যাক এক নজরে।
প্রথমেই তিনি ছাত্র-ছাত্রীদের বলবো ভয় কাটানোর পরামর্শ দিয়েছেন।
তিনি বলেন, mcq এবং sq প্রশ্ন প্রচুর তাই এগুলি সুন্দরভাবে করতে হবে।তার সঙ্গে দু'নম্বরের যে প্রশ্নগুলি আছে, সেগুলির উত্তর দিতে গেলে এক-একটা প্রশ্নের যেন ৪ মিনিট করে সময় ধার্য করতে হবে। সবশেষে বড় প্রশ্নগুলি ভাল করে লেখার জন্য ২৫ মিনিট করে সময় নেওয়ার কথা বলেন তিনি।
বলেন সাত বছর আগের যে প্রশ্নগুলি আছে, সেগুলি ভালো করে প্র্যাকটিস করার পরামর্শ দিয়েছেন জয়ন্তবাবু। আর তার সঙ্গে বিভিন্ন টেস্ট পেপারে যে প্রশ্নগুলি আছে, সেগুলি একটু ভাল করে অনুশীলনের কথা বলেছেন তিনি।
আরও পড়ুন: আসন্ন মাধ্যমিক, জেনে নিন কীভাবে ছোট্ট করে বাংলার ৩ নম্বরের প্রশ্নের উত্তর লিখবেন
আরও পড়ুন: এই প্রথম সিলেবাসে অন্তর্ভুক্ত হল পর্যটন, ছক ভাঙল উত্তরবঙ্গের স্কুল!
শুধুমাত্র সাল-তারিখ ঘটনাবলী নয়, এখন সামগ্রিক জীবনচর্চা অর্থাৎ আগের ইতিহাস আর বর্তমানের ইতিহাস অনেকটা পাল্টে গিয়েছে। এখন যে আধুনিক ইতিহাস দশম শ্রেণীতে পড়ানো নয়, আগের থেকে এখন অনেকটাই পরিবর্তিত হয়েছে।
জয়ন্তবাবু বলেন, ইতিহাস মানেই যে ভুলে যাবে, এমনটা মনে করার কিছু নেই। এটা মাথায় না নিয়ে সহজ সরল ভাবে পড়ে যেতে হবে।
শুভজিৎ ঘোষ
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: History, Madhyamik 2023, Madhyamik Exam 2023