নদিয়া: দোরগোড়ায় মাধ্যমিক পরীক্ষা। ছাত্র-ছাত্রীরা একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছেন। মাধ্যমিকে ভাল ফলাফল করতে উদগ্রীব সকলেই। নদিয়া জেলার বেশ কিছু বিদ্যালয় থেকে প্রতিবারই একাধিক ছাত্র-ছাত্রীরা ভাল নম্বর পেয়ে বিভিন্ন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাস করে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের রেজাল্টের জন্য রাজ্য স্তরে বিশেষ জায়গা করে নেয়। এবার নদিয়া জেলার অন্তর্গত শাকদহ উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক জয়ন্ত বিশ্বাস দিচ্ছেন মাধ্যমিকে ইংরেজি বিষয়ের শেষ মুহূর্তের প্রস্তুতির জন্য বিশেষ কিছু টিপস।
ইংরেজিতে ভাল নম্বর পেতে ছাত্র-ছাত্রীদের জন্য শেষ মুহূর্তের টিপস দিলেন শাকদহ উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক জয়ন্ত বিশ্বাস। তিনি জানিয়েছেন, আসন্ন পরীক্ষার জন্য সিলেবাস সম্পর্কে খুব ভাল ধারণা থাকতে হবে। পরীক্ষার প্রশ্নপত্রের সম্পর্কেও ভাল ধারণা থাকতে হবে। পরীক্ষা কেন্দ্রে ১৫ মিনিট অতিরিক্ত সময় দেওয়া হয় প্রশ্নপত্র পড়ার জন্য যেটিকে ভাল ভাবে কাজে লাগাতে হবে। এছাড়াও একাধিক বিষয় সম্পর্কে তিনি বলেন যার ফলে ছাত্রছাত্রীরা উপকৃত হবে।
আরও পড়ুন: সামনেই পরীক্ষা, মাধ্যমিকের ভূগোলে নম্বর তোলার সহজ উপায় জানুন
আরও পড়ুন: মাধ্যমিক ইংরেজিতে ভয়েস চেঞ্জের ভয় কাটান, উপায় দিলেন বাঁকুড়া জেলা স্কুলের শিক্ষক
বিগত বছরে করোনার কারণে বেশ কিছু অধ্যায় বাদ পড়েছিল সেই অধ্যায়গুলি এই বছর যথেষ্ট গুরুত্বপূর্ণ সেগুলোর উপরেও নজর দিতে হবে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে দুর্দান্ত রেজাল্টের জন্য বরাবরই নদিয়া জেলার বেশ কিছু স্কুল থাকে প্রথম সারিতে। এ বছরও তার কিছু ব্যতিক্রম হবে না বলে আশা রাখছেন স্কুলের শিক্ষকরা। শাকদহ উচ্চ বিদ্যালয় ইংরেজি বিভাগের শিক্ষক জয়ন্ত বিশ্বাসের এই টিপস ছাত্র-ছাত্রীদের জন্য যথেষ্ট কার্যকরী হবে বলে আশা করছে সকলেই।
মৈনাক দেবনাথ
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।