হোম /খবর /শিক্ষা /
শিক্ষাক্ষেত্রে বড় ধাক্কা, এ বছর অনেকটা কমলো মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা

Madhyamik 2023: শিক্ষাক্ষেত্রে বড় ধাক্কা, এ বছর অনেকটা কমলো মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা

শিক্ষাক্ষেত্রে বড় ধাক্কা, এ বছর অনেকটা কমলো মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা

শিক্ষাক্ষেত্রে বড় ধাক্কা, এ বছর অনেকটা কমলো মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা

Madhyamik 2023: এই প্রথম দ্বাদশ শ্রেণির পরীক্ষার্থীদের সংখ্যা দশম শ্রেণির পরীক্ষার্থীর সংখ্যাকে ছাড়িয়ে গেল। আনুমানিক ৬,৯৮,৬২৮ জন পরীক্ষার্থী এই বছরের মাধ‍্যমিক পরীক্ষায় বসবে।

  • Share this:

কলকাতা: কোভিড পরবর্তী বাংলার শিক্ষাক্ষেত্রে বড় ধাক্কা। এই প্রথম দ্বাদশ শ্রেণির পরীক্ষার্থীদের সংখ্যা দশম শ্রেণির পরীক্ষার্থীর সংখ্যাকে ছাড়িয়ে গেল। আনুমানিক ৬,৯৮,৬২৮ জন পরীক্ষার্থী এই বছরের মাধ‍্যমিক পরীক্ষায় বসবে। ২৩ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ পর্যন্ত হবে এবছরের মাধ‍্যমিক। বৃহস্পতিবার, পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সভাপতি, রামানুজ গঙ্গোপাধ্যায় একটি প্রেস মিটিংয়ে জানিয়েছেন পরীক্ষার্থীর সংখ্যা গতবছরের থেকে তীব্র হ্রাস পেয়েছে। আগের বছর ছাত্রছাত্রীর সংখ‍্যা ছিল ১০,৯৮,৭৭৫।

পতনের কারণ সম্পর্কে জানতে চাইলে রামানুজ গঙ্গোপাধ্যায় বলেন, গত দুবছরে কোভিড মহামারীর কারণে মূলত অনলাইনে ক্লাস হয়েছে। তার জন‍্য অনেক শিক্ষার্থীর নিজেদের প্রস্তুতি অপর্যাপ্ত বলে মনে হয়েছে। তাই তাঁরা পিছিয়ে গিয়েছে বলে মনে করা হচ্ছে। এই বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ৮.৫ লক্ষ, ২০২২-এর সংখ্যার তুলনায় প্রায় এক লক্ষ বেশি৷ তবে আরও তাৎপর্যপূর্ণ বিষয় হল যে এবছর দশম শ্রেণির পরীক্ষার্থীর সংখ্যা এইচএসের চেয়ে প্রায় ১.৬ লাখ কম।

আরও পড়ুন: প্রাথমিক টেটে প্রথম বর্ধমানের ইনা, মেধাতালিকায় প্রথম ১০-এ রয়েছেন ১৭৭ জন

যে সকল ছাত্রছাত্রী এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসছে, তাঁরা ২০২১-শে মাধ‍্যমিক দিয়েছিল। সেবছর কোনও পরীক্ষা হয়নি। নবম এবং দশম শ্রেণির অভ্যন্তরীণ মূল্যায়নে (Internal Assessment) পাওয়া নম্বরের ভিত্তিতে রেজাল্ট বের করা হয়েছিল। তাই, উত্তীর্ণদের সংখ‍্যা ছিল ১০০ শতাংশ। ২০২১ সালে দশম শ্রেণি উত্তীর্নদের সংখ‍্যা ছিল প্রায় ১০.৭ লক্ষ। বিশেষজ্ঞদের মতে এবছর যাঁরা মাধ্যমিক পরীক্ষায় বসবে কোভিডের জন‍্য তাঁদের পড়াশোনা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই, অনেক পরীক্ষার্থী এবছর পরীক্ষা দিতে বসছে না।

আরও পড়ুন: বড় খবর! আজই প্রাথমিক টেটের ফল প্রকাশ, ৪ ভুল প্রশ্নে মিলবে পুরো নম্বর

প্রসঙ্গত, আগামী ২৩ ফেব্রুয়ারি প্রথম ভাষা দিয়ে শুরু হচ্ছে এবছরের মাধ্যমিক পরীক্ষা এবং শেষ হচ্ছে ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা দিয়ে ৪ মার্চ। অন্যদিকে, মাধ্যমিক পরীক্ষার নিরাপত্তায় এবার একাধিক পদক্ষেপ নিচ্ছে পর্ষদ। ইতিমধ্যেই পরীক্ষা কেন্দ্রগুলিকে এবং স্কুলগুলিকে চিঠি দিয়ে সিসিটিভি বসানোর কথার পাশাপাশি পরীক্ষা কেন্দ্রে ভাঙচুর হলেও কড়া ব‍্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পর্ষদ। এবার টোকাটুকির মতো ঘটনা রুখতে ও কেন্দ্রগুলিতে নজরদারির জন্য নয়া অ্যাপ আনছে পর্ষদ।

Published by:Salmali Das
First published:

Tags: Education, Madhyamik 2023