#নয়াদিল্লি: সম্প্রতি হিন্দুস্তান শিপইয়ার্ড লিমিটেডের (Hindustan Shipyard Ltd.) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে জেনারেল ম্যানেজার, প্রজেক্ট অফিসার এবং অন্যান্য বিভিন্ন পদে নিয়োগের (Job Vacancy) জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গিয়ে ( Recruitment 2022) খোঁজ নিতে পারেন।
Hindustan Shipyard Recruitment 2022: আবেদনের তারিখ প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। প্রার্থীদের আগামী ২৪ এপ্রিল, ২০২২ তারিখের মধ্যে (Job Vacancy) আবেদনপত্র জমা দিতে হবে। অনলাইনে আবেদন করতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র (Recruitment) পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
আরও পড়ুন - Explained: আগামী জুনেই আসছে কোভিডের চতুর্থ ঢেউ, ভবিষ্যদ্বাণী গবেষকদের!
Hindustan Shipyard Recruitment 2022: শূন্যপদের সংখ্যা প্রতিষ্ঠানের তরফে মোট ২৬টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে। জেনারেল ম্যানেজার (HR) (E7)- ১টি পদ ডেপুটি জেনারেল ম্যানেজার (ফিনান্স) (E5)- ১টি পদ ডেপুটি জেনারেল ম্যানেজার (টেকনিক্যাল) (E5)- ২টি পদ ম্যানেজার (টেকনিক্যাল) (E3)- ৭টি পদ ম্যানেজার (ট্রেড) (E3)- ২টি পদ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (ফিনান্স) (E1)- ১টি পদ FTC: প্রজেক্ট অফিসার (টেকনিক্যাল)-৪টি পদ প্রজেক্ট অফিসার (এইচআর)-১টি পদ ডেপুটি প্রজেক্ট অফিসার (প্ল্যান্ট মেইটেনেন্স)- ২টি পদ ডেপুটি প্রজেক্ট অফিসার (সিভিল)-২টি পদ ডেপুটি প্রজেক্ট অফিসার (কারিগরি)-১০টি পদ ডেপুটি প্রজেক্ট অফিসার (আইটি ও ইআরপি)- ১টি পদ ডেপুটি প্রজেক্ট অফিসার (এইচআর)- ২টি পদ
এক নজরে হিন্দুস্তান শিপইয়ার্ড লিমিটেড (Hindustan Shipyard Ltd.) নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
পদের নাম | প্রজেক্ট অফিসার |
শূন্যপদের সংখ্যা | ২৬ |
কাজের স্থান | ঝাড়খণ্ড |
কাজের ধরন | কিছু জানানো হয়নি |
নির্বাচন পদ্ধতি | কিছু জানানো হয়নি |
আবেদন প্রক্রিয়া শুরু | বর্তমানে চলছে |
শিক্ষাগত যোগ্যতা | বিশদ দেখুন |
বেতনক্রম | কিছু জানানো হয়নি |
আবেদন পদ্ধতি | আবেদন পদ্ধতি |
আবেদনের শেষ দিন | ২৪.০৪.২০২২ |
আরও পড়ুন - BCCI-তে ‘দাদাগিরি’ দেখাতে নিয়মকে নাকি বুড়ো আঙুল দেখিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়, কাণ্ডটা কী
Hindustan Shipyard Recruitment 2022: আবেদনের যোগ্যতা জেনারেল ম্যানেজার (E-7)- (ক) অভিজ্ঞতা:
(i) হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের বিভিন্ন দিকগুলিতে প্রার্থীর পাবলিক সেক্টর আন্ডারটেকিং বা বড় এবং স্বনামধন্য প্রাইভেট কোম্পানিগুলিতে (ন্যূনতম বার্ষিক টার্নওভার ১০০ কোটি) কমপক্ষে ২০ বছরের পোস্ট-যোগ্যতার অভিজ্ঞতা থাকতে হবে।
(খ) লোয়ার গ্রেড অভিজ্ঞতা:
পে ম্যাট্রিক্স)/ ৭ম CPC-এর পে লেভেল ১৩
তেলুগু ভাষায় কাজের জ্ঞান।
ইআরপি/কম্পিউটারাইজড পরিবেশে কাজ করার অভিজ্ঞতা।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Job, Job Vacancy, Recruitment, Vacancy