#লখনউ: সম্প্রতি ন্যাশনাল হেলথ মিশনের (National Health Mission) আওতায় উত্তরপ্রদেশে স্টাফ নার্স (Staff Nurse) নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা UP NHM-এর অফিসিয়াল ওয়েবসাইটে upnrhm.gov.in গিয়ে খোঁজ নিতে পারেন।
UP NHM Recruitment 2021: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আবেদন প্রক্রিয়া শুরু হবে ২০ অক্টোবর থেকে। প্রার্থীদের আগামী ৯ নভেম্বর, ২০২১ তারিখের মধ্যে আবেদনপত্র জমা করতে হবে। আবেদন করতে হবে অনলাইনে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে প্রার্থীদের তা নির্দিষ্ট নোটিসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
আরও পড়ুন-Airtel-এর থেকে ৫ লাখ বেশি, অগাস্টে ৬.৪৯ লাখ ব্যবহারকারী Jio-র খাতায়
UP NHM Recruitment 2021: শূন্যপদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ
UP NHM-এর তরফে মোট ২৪৫৫টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
জেনারেল ক্যাটাগরি: ৯৮১টি পদ
ওবিসি: ৬৬৩টি পদ
তফসিলি জাতি: ৫১৫টি পদ
তফসিলি উপজাতি: ৪৫টি পদ
অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া বর্গ: ২৪১টি পদ
UP NHM Recruitment 2021: বয়সসীমা
প্রার্থীদের বয়সসীমা ৯ অক্টোবর, ২০২১ তারিখ অনুযায়ী ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা: ন্যাশনাল হেলথ মিশন, উত্তরপ্রদেশ (UP NHM)
পদের নাম: স্টাফ নার্স
শূন্যপদের সংখ্যা: ২৪৫৫
কাজের স্থান: উত্তরপ্রদেশ
কাজের ধরন: সরকারি
নির্বাচন পদ্ধতি: লিখিত পরীক্ষা ও শর্ট লিস্ট
আবেদন প্রক্রিয়া শুরু: ২০.১০.২০২১
শিক্ষাগত যোগ্যতা: নার্সিং কাউন্সিল অফ স্টেট (Nursing Council of the State)/ জিওআই থেকে জেনারেল নার্সিংয়ে বা মিডওয়াইফেরিতে অথবা বি.এসসি নার্সিংয়ে ডিপ্লোমা
বেতনক্রম: কিছু জানানো হয়নি
আবেদন পদ্ধতি: অনলাইন
আবেদনের শেষ দিন: ০৯.১১.২০২১
UP NHM Recruitment 2021: আবেদন ফি
কোনও প্রার্থীকেই আবেদন ফি দিতে হবে না।
UP NHM Recruitment 2021: আবেদনের যোগ্যতা
প্রার্থীদের নার্সিং কাউন্সিল অফ স্টেট (Nursing Council of the State)/ জিওআই থেকে জেনারেল নার্সিংয়ে বা মিডওয়াইফেরিতে অথবা বি.এসসি নার্সিংয়ে ডিপ্লোমা প্রাপ্ত হতে হবে।
UP NHM Recruitment 2021: নির্বাচন পদ্ধতি
প্রার্থীদের আবেদনপত্র পূরণের পূর্বে সব রকম যোগ্যতা সম্পর্কে ওয়াকিবহাল থাকতে হবে। উল্লিখিত পদে নিয়োগের জন্য কম্পিউটার ভিত্তিক লিখিত পরীক্ষা নেওয়া হবে। যে সকল প্রার্থীরা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হবেন তাঁদের শর্টলিস্টেড করে আবেদনপত্রে প্রদত্ত তথ্যের ভিত্তিতে ডকুমেন্ট ভেরিফিকেশনের ও অন্যান্য কাজের জন্য ডাকা হবে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Recruitment