#লখনউ: আবেদনকারী প্রার্থীদের বিক্ষোভের পরে অবশেষে উত্তরপ্রদেশ সরকারের শিক্ষা বিভাগ থেকে রাজ্যের প্রাইমারি স্কুলগুলোয় সহকারী শিক্ষক পদে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। তবে এখানেই শেষ নয়, দীর্ঘ ১১ বছর পরে ফের অঙ্গনওয়াড়ির ক্ষেত্রে বিভিন্ন পদে নিয়োগ শুরু করেছে রাজ্য সরকারের নারী এবং শিশু উন্নয়ন বিভাগ (Women and Children Development Society), সংক্ষেপে WCD। জানা গিয়েছে যে চলতি বছরের এই নিয়োগ প্রক্রিয়ায় সব মিলিয়ে ৫৩ হাজার অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ করতে চলেছে উত্তরপ্রদেশ সরকার। অঙ্গনওয়াড়ি সুপারভাইজার, অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, মিনি অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, অঙ্গনওয়াড়ি হেল্পার প্রভৃতি পদের জন্য নিয়োগ প্রক্রিয়া চলছে। বিশদে জানার জন্য নারী এবং শিশু উন্নয়ন বিভাগের অফিসিয়াল ওয়েবসাইট www.wcd.nic.in ভিজিট করার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া www.upite.gov.in বা balvikasup.gov.in- এই দুই লিঙ্কের মাধ্যমেও বিশদ তথ্য যেমন জানা যাবে, তেমনই আবেদনপত্রও দাখিল করা যাবে। জানা গিয়েছে যে আবেদনপত্র কেবল অনলাইনেই জমা নেওয়া হবে।
উত্তরপ্রদেশ অঙ্গনওয়াড়ি নিয়োগে আবেদনের শিক্ষাগত যোগ্যতা:
১. অঙ্গনওয়াড়ি সুপারভাইজার পদে আবেদনকারী প্রার্থীদের ন্যূনতম দশম শ্রেণি পাশ হতে হবে।
২. অঙ্গনওয়াড়ি ওয়ার্কার পদে আবেদনকারী প্রার্থীদের ন্যূনতম দশম শ্রেণি পাশ হতে হবে।
৩. মিনি অঙ্গনওয়াড়ি ওয়ার্কার পদে আবেদনকারী প্রার্থীদের ন্যূনতম দশম শ্রেণি পাশ হতে হবে।
৪. অঙ্গনওয়াড়ি হেল্পার পদে আবেদনকারী প্রার্থীদের ন্যূনতম পঞ্চম শ্রেণি পাশ হতে হবে।
উত্তরপ্রদেশ অঙ্গনওয়াড়ি নিয়োগে আবেদনের শিক্ষাগত যোগ্যতা:
১. অঙ্গনওয়াড়ি সুপারভাইজার পদে আবেদনকারী প্রার্থীদের বয়স হতে হবে ২১ বছর থেকে ৪৫ বছরের মধ্যে।
২. অঙ্গনওয়াড়ি ওয়ার্কার পদে আবেদনকারী প্রার্থীদের বয়স হতে হবে ২১ বছর থেকে ৪৫ বছরের মধ্যে।
৩. মিনি অঙ্গনওয়াড়ি ওয়ার্কার পদে আবেদনকারী প্রার্থীদের বয়স হতে হবে ২১ বছর থেকে ৪৫ বছরের মধ্যে।
৪. অঙ্গনওয়াড়ি হেল্পার পদে আবেদনকারী প্রার্থীদের বয়স হতে হবে ২১ বছর থেকে ৫০ বছরের মধ্যে।
উত্তরপ্রদেশ অঙ্গনওয়াড়ি নিয়োগের গুরুত্বপূর্ণ তারিখ:
অনলাইনে আবেদনপত্র দাখিল করার কাজ শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই, আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৮ জুলাই, ২০২১। এর পরে আসা আর কোনও আবেদন গ্রাহ্য হবে না বলে জানা গিয়েছে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Recruitment