হোম /খবর /চাকরি ও শিক্ষা /
ক্যাম্পাসিংয়ে বাজিমাত বাংলার যমজ ভাইদের! পেলেন ৫০ লক্ষ টাকা বেতনের চাকরি

বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসিংয়ে বাজিমাত বাংলার যমজ ভাইদের! পেলেন ৫০ লক্ষ টাকা বেতনের চাকরি

Twins brothers get Identical Package of Rs 50 lakh

Twins brothers get Identical Package of Rs 50 lakh

Rs.50 Lakh packages job: জন্ম বর্ধমানে হলেও ছোটবেলার বেশি সময়টাই তাঁদের কেটেছে ঝাড়খণ্ডে ৷ আর এবার চাকরি করতে বিদেশে পাড়ি দেবেন বি টেক কম্পিউটার সায়েন্সের দুই ছাত্র ৷

  • Last Updated :
  • Share this:

কলকাতা: দুই যমজ ভাইয়ের বেড়ে ওঠা, পড়াশোনা খেলাধূলা সবই করেছেন একসঙ্গে ৷ ভাগ্য এমনই, যে চাকরিটাও তাঁরা পেলেন একইসঙ্গে ৷ আর তাও বার্ষিক ৫০ লক্ষ টাকার প্যাকেজ বেতনে ! যা এককথায় রেকর্ড ৷ বর্ধমানের বাসিন্দা হলেও অন্ধ্র প্রদেশের এসআরএম বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন তারা ৷ চাকরি পেলেন কলেজ ক্যাম্পাসিংয়ের মাধ্যমে ৷ আর তাও এত বড় অঙ্কের বেতনে ৷ অন্ধ্র প্রদেশে এর আগে কোনও শিক্ষার্থী গ্র্যাজুয়েশনের ঠিক পরেই এত টাকার চাকরি পাননি কোনও কলেজ ক্যাম্পাসিংয়ে ৷ সেদিক থেকে দেখতে গেলে নতুন রেকর্ডই গড়লেন সপ্তর্ষি এবং রাজর্ষি মজুমদার ৷ তাঁরা একসঙ্গেই চাকরি পেলেন PVC Inc-তে ৷  Google Japan-এর স্ট্র্যাটেজিক পার্টনার এই সংস্থা ৷

জন্ম বর্ধমানে হলেও ছোটবেলার বেশি সময়টাই তাঁদের কেটেছে ঝাড়খণ্ডে ৷ আর এবার চাকরি করতে বিদেশে পাড়ি দেবেন বি টেক কম্পিউটার সায়েন্সের দুই ছাত্র ৷

এসআরএম বিশ্ববিদ্যালয়ের-এপি ক্যাম্পাসের ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রথম ব্যাচের ছাত্র সপ্তর্ষি এবং রাজর্ষি ৷ সাধারণত ক্যাম্পাসিংয়ে সাত লক্ষ টাকার বার্ষিক বেতনের প্যাকেজ পেয়ে থাকেন ছাত্রছাত্রীরা ৷ কিন্তু মজুমদার ভাইয়েরা ছাপিয়ে গেলেন সবাইকে ৷ ৫০ লক্ষ টাকার বেতনের চাকরি পাওয়ার পর তাঁদের বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সংবর্ধনাও দেওয়া হয়েছে ৷ এই বিরাট সাফল্যের পর দুই ভাই জানান, ‘‘ আমরা কখনও ভাবিনি কোনও প্লেসমেন্টে এত বড় অঙ্কের স্যালারির চাকরি পাব ৷ আমরা স্কুলে একসঙ্গে পড়াশোনা করেছি ৷ বেড়ে উঠেছি একসঙ্গে ৷ আমাদের দু’জনের চিন্তাভাবনাও একইরকমের ৷ চাকরির ইন্টারভিউয়ের জন্য দু’জনে মিলেই প্রস্তুতি নিয়েছিলাম ৷ সাফল্যও পেয়েছি তাতে ৷’’

Published by:Siddhartha Sarkar
First published:

Tags: Job, West bengal