কলকাতা: দুই যমজ ভাইয়ের বেড়ে ওঠা, পড়াশোনা খেলাধূলা সবই করেছেন একসঙ্গে ৷ ভাগ্য এমনই, যে চাকরিটাও তাঁরা পেলেন একইসঙ্গে ৷ আর তাও বার্ষিক ৫০ লক্ষ টাকার প্যাকেজ বেতনে ! যা এককথায় রেকর্ড ৷ বর্ধমানের বাসিন্দা হলেও অন্ধ্র প্রদেশের এসআরএম বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন তারা ৷ চাকরি পেলেন কলেজ ক্যাম্পাসিংয়ের মাধ্যমে ৷ আর তাও এত বড় অঙ্কের বেতনে ৷ অন্ধ্র প্রদেশে এর আগে কোনও শিক্ষার্থী গ্র্যাজুয়েশনের ঠিক পরেই এত টাকার চাকরি পাননি কোনও কলেজ ক্যাম্পাসিংয়ে ৷ সেদিক থেকে দেখতে গেলে নতুন রেকর্ডই গড়লেন সপ্তর্ষি এবং রাজর্ষি মজুমদার ৷ তাঁরা একসঙ্গেই চাকরি পেলেন PVC Inc-তে ৷ Google Japan-এর স্ট্র্যাটেজিক পার্টনার এই সংস্থা ৷
জন্ম বর্ধমানে হলেও ছোটবেলার বেশি সময়টাই তাঁদের কেটেছে ঝাড়খণ্ডে ৷ আর এবার চাকরি করতে বিদেশে পাড়ি দেবেন বি টেক কম্পিউটার সায়েন্সের দুই ছাত্র ৷
এসআরএম বিশ্ববিদ্যালয়ের-এপি ক্যাম্পাসের ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রথম ব্যাচের ছাত্র সপ্তর্ষি এবং রাজর্ষি ৷ সাধারণত ক্যাম্পাসিংয়ে সাত লক্ষ টাকার বার্ষিক বেতনের প্যাকেজ পেয়ে থাকেন ছাত্রছাত্রীরা ৷ কিন্তু মজুমদার ভাইয়েরা ছাপিয়ে গেলেন সবাইকে ৷ ৫০ লক্ষ টাকার বেতনের চাকরি পাওয়ার পর তাঁদের বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সংবর্ধনাও দেওয়া হয়েছে ৷ এই বিরাট সাফল্যের পর দুই ভাই জানান, ‘‘ আমরা কখনও ভাবিনি কোনও প্লেসমেন্টে এত বড় অঙ্কের স্যালারির চাকরি পাব ৷ আমরা স্কুলে একসঙ্গে পড়াশোনা করেছি ৷ বেড়ে উঠেছি একসঙ্গে ৷ আমাদের দু’জনের চিন্তাভাবনাও একইরকমের ৷ চাকরির ইন্টারভিউয়ের জন্য দু’জনে মিলেই প্রস্তুতি নিয়েছিলাম ৷ সাফল্যও পেয়েছি তাতে ৷’’
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Job, West bengal