#কলকাতা: পুজোর আগেই প্রাথমিকের টেট-এর ফলপ্রকাশ করা হবে। মঙ্গলবার এমনটাই জানিয়েছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্য। এদিন পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্য বলেন, 'চলতি বছরের ৩১ জানুয়ারি প্রাথমিকের টেট নেওয়া হয়েছিল। তার ফলপ্রকাশ পুজোর আগেই করে দেওয়া হবে।'
প্রায় আড়াই লক্ষ পরীক্ষার্থী এই টেট দিয়েছিলেন। তবে এবার প্রাথমিকের টেটের ফলপ্রকাশ নিয়ে সতর্ক প্রাথমিক শিক্ষা পর্ষদ। ফলপ্রকাশের আগেই মডেল উত্তরপত্র ওয়েবসাইটে আপলোড করা হবে। এ প্রসঙ্গে পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্য জানিয়েছেন, 'ফলপ্রকাশের আগে সমস্ত প্রশ্নের উত্তর ওয়েবসাইটে আগে দেওয়া হবে। তার পরেই চূড়ান্ত ফল প্রকাশ করা হবে।'
প্রাথমিকের টেট-এর ফলপ্রকাশের পাশাপাশি প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়েও একাধিক ঘোষণা করেছেন পর্ষদ সভাপতি। এ প্রসঙ্গে পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্য জানিয়েছেন, 'মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন পুজোর আগে ১০ হাজার ৫০০ জনকে প্রাথমিক শিক্ষক হিসেবে নিয়োগ করা হবে। সোমবার শিক্ষা মন্ত্রী ও শিক্ষা সচিবের সঙ্গে বৈঠক হয়েছে। ওই বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী পুজোর আগেই সেই নিয়োগ প্রক্রিয়া শেষ করা হবে।'
প্রসঙ্গত, রাজ্যে নির্বাচনের আগেই ৫৬৫৬ জনকে নিয়োগপত্র দেওয়া হয়েছিল পর্ষদের তরফে। তার পর নির্বাচনী বিধি জারি হওয়ায় ১৬,৫০০ শিক্ষক নিয়োগের প্রক্রিয়া থমকে যায়। নির্বাচনের আগেই মুখ্যমন্ত্রী ১৬,৫০০ প্রাথমিক শিক্ষক নিয়োগের কথা ঘোষণা করেন। তার মধ্যে ৫১৪৬ জন চাকরিতে যোগ দিয়েছেেন।
এ প্রসঙ্গে পর্ষদ সভাপতি জানান, 'ইতিমধ্যেই যাঁরা মেধা তালিকায় রয়েছেন, আগামী মঙ্গলবার থেকে তাঁদের স্কুল বাছাইয়ের জন্য কাউন্সেলিং-এর নির্ঘণ্ট জারি করা হবে। কাউন্সেলিং শেষ হওয়ার পরই প্যানেল তৈরি করা হবে।' এই পর্বের নিয়োগের জন্য ৩১,৫০০ জনের মেধা তালিকা আগেই প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ।
অন্যদিকে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি হিসেবে ফের মানিক ভট্টাচার্যকে নিয়োগ করেছে রাজ্য সরকার। সেই নিয়োগ ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে বিতর্ক। জনপ্রতিনিধি থাকা সত্ত্বেও কীভাবে নিয়োগ তা নিয়ে প্রশ্ন উঠেছে৷ যদিও এই বিষয় নিয়ে এ দিন পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্য বলেন, 'কোন বেআইনি কাজ হয়েছে বলে মনে হয় না। সরকার আইন মেনেই আমাকে নিয়োগ করেছে।'
স্কুল শিক্ষা দপ্তর সূত্রে খবর, সেপ্টেম্বর মাস পর্যন্ত মানিক ভট্টাচার্যকে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি হিসেবে নিয়োগপত্র দেওয়া হয়েছে।টেটের ফল প্রকাশ এবং ১০,৫০০ শিক্ষক নিয়োগ জোড়া প্রক্রিয়া সেপ্টেম্বর মাসের মধ্যেই যে শেষ করে দেওয়া হবে, তা এ দিন স্পষ্ট করে দিয়েছেন পর্ষদ সভাপতি।
Somraj Bandopadhyay
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।