হোম /খবর /চাকরি ও শিক্ষা /
টাটা কনসালটেন্সি সার্ভিসে প্রচুর পদে নিয়োগ! কী ভাবে আবেদন করবেন

TCS Recruitment 2021: টাটা কনসালটেন্সি সার্ভিসে প্রচুর পদে নিয়োগ! যোগ্যতা গ্র্যাজুয়েট! কী ভাবে আবেদন করবেন

ফাইল ছবি

ফাইল ছবি

TCS Recruitment 2021: বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ৯ নভেম্বর, ২০২১ তারিখের মধ্যে আবেদন করতে হবে।

  • Share this:

#নয়াদিল্লি: আইটি গ্র্যাজুয়েটদের জন্য সূবর্ণ সুযোগ! সম্প্রতি টাটা কনসালটেন্সি সার্ভিসের (Tata Consultancy Services) তরফে ‘এমবিএ হায়ারিং’ প্রোগ্রামের সূচনা করা হয়েছে। এর আওতায় ২০২২-২০২৩ আর্থিক বর্ষে গ্র্যাজুয়েটরা বিভিন্ন আইটি ফার্মে অংশ নিতে পারবেন।

TCS Recruitment 2021: আবেদনের তারিখ

বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ৯ নভেম্বর, ২০২১ তারিখের মধ্যে আবেদন করতে হবে।

TCS Recruitment 2021: আবেদন পদ্ধতি

টিসিএস-এর নেক্সট স্টেপ পোর্টালে গিয়ে প্রার্থীদের প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে তারপর ‘TCS MBA Hiring’ লেখা অপশনে গিয়ে আবেদন করতে হবে। প্রার্থীরা আবেদন সম্পর্কে নিজের অবস্থান জানতে ‘Track Your Application’-এ ক্লিক করে দেখতে পারেন। আবেদন প্রক্রিয়া সম্পন্ন হলে প্রার্থীরা ‘Applied for Drive’ অপশনটি পাবেন।

TCS Recruitment 2021: আবেদনের যোগ্যতা

বয়সসীমা:

প্রার্থীদের বয়সসীমা ১৮ থেকে ২৮ বছরের মধ্যে হতে হবে। ২০২০, ২০২১, ২০২২ শিক্ষাবর্ষের প্রার্থীরা আবেদনের যোগ্য।

কোর্স:

প্রার্থীদের মার্কেটিং/ ফাইন্যান্স/ অপারেশনস/ সাপ্লাই চেন ম্যানেজমেন্ট/ ইনফরমেশন টেকনোলজি/ জেনারেল ম্যানেজমেন্ট/ বিজনেস অ্যানালিটিক্স/ প্রজেক্ট ম্যানেজমেন্ট ইত্যাদিতে ২ বছরের ফুল টাইম MBA/MMS/ PGDBA/PGDM কোর্স সম্পন্ন থাকা আবশ্যিক।

এছাড়াও প্রার্থীদের দশম/ দ্বাদশ/ ডিপ্লোমা/ স্নাতক অর্থাৎ সব স্তরেই ৬০% নম্বর থাকা বাঞ্ছনীয়।

এমবিএ/ ইন্টিগ্রেটেড এমবিএর পূর্বে বি.টেক/ বি.ই ডিগ্রি থাকা আবশ্যিক।

প্রার্থীদের পূর্ব কাজের অভিজ্ঞতা থাকলে ভালো।

এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:

সংস্থা: টাটা কনসালটেন্সি সার্ভিস (TCS)

পদের নাম: এমবিএ হায়ারিং

শূন্যপদের সংখ্যা: কিছু জানানো হয়নি

কাজের স্থান: কিছু জানানো হয়নি

কাজের ধরন: বেসরকারি

নির্বাচন পদ্ধতি: লিখিত পরীক্ষা ও অন্যান্য

আবেদন প্রক্রিয়া শুরু: বর্তমানে চলছে

শিক্ষাগত যোগ্যতা: মার্কেটিং/ ফাইন্যান্স/ অপারেশনস/ সাপ্লাই চেন ম্যানেজমেন্ট/ ইনফরমেশন টেকনোলজি/ জেনারেল ম্যানেজমেন্ট/ বিজনেস অ্যানালিটিক্স/ প্রজেক্ট ম্যানেজমেন্ট ইত্যাদিতে ২ বছরের ফুল টাইম MBA/MMS/ PGDBA/PGDM কোর্স

বেতনক্রম: কিছু জানানো হয়নি

আবেদন পদ্ধতি: অনলাইন

আবেদনের শেষ দিন: ০৮.১১.২০২১

আরও পড়ুন- ট্রেড অ্যাপ্রেন্টিসে প্রচুর পদে নিয়োগ! যোগ্যতা ও অন্যান্য বিষয়ে জানুন বিস্তারিত!

TCS Recruitment 2021: নির্বাচন পদ্ধতি

লিখিত পরীক্ষায় মোট ৪৭টি প্রশ্নপত্র থাকবে। প্রার্থীদের ৯০ মিনিট সময় দেওয়া হবে।

TCS Recruitment 2021: বিশেষ ঘোষণা

ট্রেনিং চলাকালীন প্রার্থীরা নিজেদের প্রত্যাহার করতে পারবেন না। উপযুক্ত কারণ ছাড়া প্রার্থীদের ডিগ্রি গ্রহণের সময় কোনও ভাবেই দু’টি ডিগ্রির মাঝে ২ বছরের ব্যবধান থাকা বাঞ্ছনীয় নয়।

বিদ্যালয় শিক্ষার ক্ষেত্রে ডিসট্যান্স শিক্ষাগ্রহণকারী প্রার্থীরাও আবেদনের যোগ্য।

আরও পড়ুন- আইআইটি কানপুরে জুনিয়র টেকনিশিয়ান ও অন্যান্য পদে নিয়োগ চলছে! কী ভাবে আবেদন করবেন?

Published by:Swaralipi Dasgupta
First published:

Tags: Job alert