#নয়াদিল্লি: আইটি গ্র্যাজুয়েটদের জন্য সূবর্ণ সুযোগ! সম্প্রতি টাটা কনসালটেন্সি সার্ভিসের (Tata Consultancy Services) তরফে ‘এমবিএ হায়ারিং’ প্রোগ্রামের সূচনা করা হয়েছে। এর আওতায় ২০২২-২০২৩ আর্থিক বর্ষে গ্র্যাজুয়েটরা বিভিন্ন আইটি ফার্মে অংশ নিতে পারবেন।
TCS Recruitment 2021: আবেদনের তারিখ
বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ৯ নভেম্বর, ২০২১ তারিখের মধ্যে আবেদন করতে হবে।
TCS Recruitment 2021: আবেদন পদ্ধতি
টিসিএস-এর নেক্সট স্টেপ পোর্টালে গিয়ে প্রার্থীদের প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে তারপর ‘TCS MBA Hiring’ লেখা অপশনে গিয়ে আবেদন করতে হবে। প্রার্থীরা আবেদন সম্পর্কে নিজের অবস্থান জানতে ‘Track Your Application’-এ ক্লিক করে দেখতে পারেন। আবেদন প্রক্রিয়া সম্পন্ন হলে প্রার্থীরা ‘Applied for Drive’ অপশনটি পাবেন।
TCS Recruitment 2021: আবেদনের যোগ্যতা
বয়সসীমা:
প্রার্থীদের বয়সসীমা ১৮ থেকে ২৮ বছরের মধ্যে হতে হবে। ২০২০, ২০২১, ২০২২ শিক্ষাবর্ষের প্রার্থীরা আবেদনের যোগ্য।
কোর্স:
প্রার্থীদের মার্কেটিং/ ফাইন্যান্স/ অপারেশনস/ সাপ্লাই চেন ম্যানেজমেন্ট/ ইনফরমেশন টেকনোলজি/ জেনারেল ম্যানেজমেন্ট/ বিজনেস অ্যানালিটিক্স/ প্রজেক্ট ম্যানেজমেন্ট ইত্যাদিতে ২ বছরের ফুল টাইম MBA/MMS/ PGDBA/PGDM কোর্স সম্পন্ন থাকা আবশ্যিক।
এছাড়াও প্রার্থীদের দশম/ দ্বাদশ/ ডিপ্লোমা/ স্নাতক অর্থাৎ সব স্তরেই ৬০% নম্বর থাকা বাঞ্ছনীয়।
এমবিএ/ ইন্টিগ্রেটেড এমবিএর পূর্বে বি.টেক/ বি.ই ডিগ্রি থাকা আবশ্যিক।
প্রার্থীদের পূর্ব কাজের অভিজ্ঞতা থাকলে ভালো।
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা: টাটা কনসালটেন্সি সার্ভিস (TCS)
পদের নাম: এমবিএ হায়ারিং
শূন্যপদের সংখ্যা: কিছু জানানো হয়নি
কাজের স্থান: কিছু জানানো হয়নি
কাজের ধরন: বেসরকারি
নির্বাচন পদ্ধতি: লিখিত পরীক্ষা ও অন্যান্য
আবেদন প্রক্রিয়া শুরু: বর্তমানে চলছে
শিক্ষাগত যোগ্যতা: মার্কেটিং/ ফাইন্যান্স/ অপারেশনস/ সাপ্লাই চেন ম্যানেজমেন্ট/ ইনফরমেশন টেকনোলজি/ জেনারেল ম্যানেজমেন্ট/ বিজনেস অ্যানালিটিক্স/ প্রজেক্ট ম্যানেজমেন্ট ইত্যাদিতে ২ বছরের ফুল টাইম MBA/MMS/ PGDBA/PGDM কোর্স
বেতনক্রম: কিছু জানানো হয়নি
আবেদন পদ্ধতি: অনলাইন
আবেদনের শেষ দিন: ০৮.১১.২০২১
আরও পড়ুন- ট্রেড অ্যাপ্রেন্টিসে প্রচুর পদে নিয়োগ! যোগ্যতা ও অন্যান্য বিষয়ে জানুন বিস্তারিত!
TCS Recruitment 2021: নির্বাচন পদ্ধতি
লিখিত পরীক্ষায় মোট ৪৭টি প্রশ্নপত্র থাকবে। প্রার্থীদের ৯০ মিনিট সময় দেওয়া হবে।
TCS Recruitment 2021: বিশেষ ঘোষণা
ট্রেনিং চলাকালীন প্রার্থীরা নিজেদের প্রত্যাহার করতে পারবেন না। উপযুক্ত কারণ ছাড়া প্রার্থীদের ডিগ্রি গ্রহণের সময় কোনও ভাবেই দু’টি ডিগ্রির মাঝে ২ বছরের ব্যবধান থাকা বাঞ্ছনীয় নয়।
বিদ্যালয় শিক্ষার ক্ষেত্রে ডিসট্যান্স শিক্ষাগ্রহণকারী প্রার্থীরাও আবেদনের যোগ্য।
আরও পড়ুন- আইআইটি কানপুরে জুনিয়র টেকনিশিয়ান ও অন্যান্য পদে নিয়োগ চলছে! কী ভাবে আবেদন করবেন?
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Job alert