#নয়াদিল্লি: প্রকাশিত হল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (State Bank Of India)অ্যাডমিট কার্ড। জুনিয়ার অ্যাসোসিয়েটস পদের জন্য যারা আবেদনপত্র জমা করেছিলেন তাঁরা অ্যাডমিট কার্ড ডাউনলোড (Download)করতে পারবেন। ওই পদটি মূলত কাস্টমার সাপোর্ট ও সেলসের জন্য। আজ থেকেই আবেদনকারীরা নিজেদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট থেকেই ওই কার্ড পাওয়া যাচ্ছে। এই প্রতিবেদনের সঙ্গেও অ্যাডমিট কার্ড ডাউনলোড করার সরাসরি লিঙ্ক পাওয়া যাবে।
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ওই পদটির জন্য আবেদনের শেষ তারিখ কবে ছিল?
জুনিয়র অ্যাসোসিয়েট (কাস্টমার সাপোর্ট ও সেলস) পদের জন্য আবেদনের শেষ তারিখ ছিল ২০২১ সালের ২০ মে।
অ্যাডমিট কার্ড ডাউনলোডের সরাসরি লিঙ্ক -
এই লিঙ্কে ঢুকে সরাসরি আপনার অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন।
https://ibpsonline.ibps.in/sbijascapr21/clpeta_may21/login.php?appid=446c439024467117c52ef46db9717009
কীভাবে ডাউনলোড করবেন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় জুনিয়র অ্যাসোসিয়েট পদের জন্য অ্যাডমিট কার্ড?
নিচে দেওয়া রয়েছে প্রতিটি ধাপ। প্রতিটি ধাপ অনুসরণ করলেই আবেদনকারীরা খুব সহজেই নিজেদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন।
স্টেপ ১ - ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইটটি খুলতে হবে। অথবা উপরে দেওয়া লিঙ্কটিতে ক্লিক করতে হবে।
স্টেপ ২- ক্যারিয়ার ট্যাবে ক্লিক করতে হবে।
স্টেপ ৩- ক্যারিয়ার ট্যাবে ক্লিক করলেই আবেদনকারী একটি নতুন পেজে চলে যাবে। বা বলা যেতে পারে অন্য পেজে রিডায়রেক্ট হবে।
স্টেপ ৪- এরপর নতুন যে পেজটি খুলবে সেখানে একটি নোটিফিকেশন দেখা যাবে। যেখানে লেখা থাকবে এস বি আই অ্যাডমিট কার্ড। সেখানে ক্লিক করতে হবে।
স্টেপ ৫- সেখানে ক্লিক করলেই আবার একটা নতুন পেজ খুলবে। বা রিডায়রেক্ট হবে।
স্টেপ ৬- নতুন পেজটি মূলত লগইন পেজ।
স্টেপ ৭- সেখানে এক এক করে যাবতীয় তথ্য দিতে হবে। যেমন- ইউজার নেম, ডেট অফ বার্থ অথবা পাসওয়ার্ড। এরপর সেখানে সিকিউরিটি কোড দিতে হবে। সব ঠিকঠাক তথ্য দিয়ে লগইনে ক্লিক করতে হবে। ক্লিক করলেই আবেদনকারীরা নিজেদের অ্যাডমিট কার্ড দেখতে পাবেন।
স্টেপ ৮- সেখানে ডাউনলোড অপশন থাকবে। তাতে ক্লিক করলেই ডাউনলোড হয়ে যাবে।
সুবিধার জন্য ওই অ্যাডমিট কার্ডের একটি ফটোকপি করে রাখতে পারেন। তবে এখনও পর্যন্ত লে, লাদাখ ও কার্গিল ভ্যাালির জন্য অ্যাডমিট কার্ড প্রকাশ হয়নি।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Recruitment, SBI