#নয়াদিল্লি: জাতীয় ক্রীড়া সংস্থায় কাজ করার সুবর্ণ সুযোগ এসেছে (SAI Sports Recruitment 2021)। ইন্ডিয়ান স্পোর্টস অথরিটি (Sports Authority of India) বা এসএআই (SAI) কোচদের জন্য ভালো সুযোগ নিয়ে এসেছে। এই সংস্থা ১৯৮২ সালে কেন্দ্রীয় ইউথ অ্যাফেয়ার্স ও স্পোর্টস মন্ত্রক প্রতিষ্ঠা করে। ইন্ডিয়ান স্পোর্টস অথরিটির কাজ হল দেশের খেলাধুলার উন্নয়ন করা।
এসএআই ভারতের সবচেয়ে বড় জাতীয় ক্রীড়া সংস্থা। এই সংস্থাতেই খেলার কোচদের কাজের জন্য সুযোগ এসেছে। ৪ বছরের চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে বলে কর্তৃপক্ষ একটি বিজ্ঞপ্তি জারি করেছে। সেই মতো যোগ্য ও আগ্রহী প্রার্থীদের আবেদন করতে বলা হয়েছে। এর জন্য ইন্ডিয়ান স্পোর্টস অথরিটির অফিসিয়াল ওয়েবসাইট http://www.sportsauthorityofindia.nic.in/-এ যেতে বলা হয়েছে। ওয়েবসাইটের চাকরি বিভাগে গিয়ে দেখে নেওয়া যাবে যোগ্যতা, বেতন সহ অন্যান্য তথ্য।
এসএআই স্পোর্টস রিক্রুটমেন্ট ২০২১: গুরুত্বপূর্ণ তারিখ
এই পদগুলিতে আবেদন শুরু হয়েছে ২০২১-এর ২৬ অগাস্ট থেকে, আবেদন প্রক্রিয়া চলবে ২০২১-এর ১০ অক্টোবর পর্যন্ত। সময়ের কোনও পরিবর্তন হলে আগে থেকে জানিয়ে দেওয়া হবে।
এসএআই স্পোর্টস রিক্রুটমেন্ট ২০২১: শূন্যপদ
এই নিয়োগ প্রক্রিয়ার মোট শূন্যপদ রয়েছে ২২০টি। দেখে নেওয়া যাক কোন বিভাগে ক'টি শূন্যপদ রয়েছে।
তীরন্দাজি (Archery)- ১৩টি
অ্যাথলেটিক্স (Athletics)- ২০টি
বাস্কেটবল (Basketball)- ৬টি
বক্সিং (Boxing)- ১৩টি
সাইক্লিং (Cycling)- ১৩টি
ফেনসিং (Fencing)- ১৩টি
ফুটবল (Football)- ১০টি
জিমন্যাস্টিকস (Gymnastics)- ৬টি
হ্যান্ডবল (Handball)- ৩টি
হকি (Hockey)- ১৩টি
জুডো (Judo)- ১৩টি
কাবাডি (Kabaddi)- ৫টি
ক্যারাটে (Karate)- ৪টি
কায়াকিং এবং ক্যানোয়িং (Kayaking & Canoeing)- ৬টি
খো-খো (Kho-Kho)- ২টি
রোয়িং (Rowing)- ১৩টি
সেপাক ট্যাকরাও (Sepak Takraw)- ৫টি
শ্যুটিং (Shooting)- ৩টি
সফ্টবল (Softball)- ১টি
সাঁতার (Swimming)- ৭টি
টেবিল টেনিস (Table Tennis)- ৭টি
তাইকোয়ান্দো (Taekwondo)- ৬টি
ভলিবল (Volleyball)- ৬টি
ভারোত্তোলন (Weightlifting)- ১৩টি
কুস্তি (Wrestling)- ১৩টি
উশু (Wushu)- ৬টি
এসএআই স্পোর্টস রিক্রুটমেন্ট ২০২১: বয়সসীমা
আবেদনের শেষ তারিখের হিসাবে সর্বোচ্চ বয়স ৪০ বছর হতে হবে।
এসএআই স্পোর্টস রিক্রুটমেন্ট ২০২১: বেতন
চাকরি প্রার্থীর অভিজ্ঞতা এবং অন্যান্য বিষয়ের ওপর বিচার করে বেতন দেওয়া হবে। এক্ষেত্রে বেতন কাঠামো করা হয়েছে ৪১,৪২০ টাকা থেকে ১১২,৪০০ টাকা পর্যন্ত।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Government Jobs, Job News